
নাটোরের সিংড়া উপজেলার ১১নং ছাতারদিঘী ইউনিয়নের বড়গাছা গ্রামের মৃত তাছের আলী ছেলে কাওছার আহমেদ। ২ং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি। কাওছার আহমেদ বাসের হেল্পারী করে জীবিকা নির্বাহ করতেন। ৮ মাস আগে তার মরণব্যাধি খাদ্যনালীতে ক্যান্সার ধরা পড়ে। এখন তার পরিবারের সামর্থ নাই চিকিৎসা করানোর, এজন্য মাননীয় আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ এম,পি সহ সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন কাওছার আহমেদ ও তার পরিবার।