ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কোনালের সঙ্গে বিপ্লব সাহার গান ‘তোমার চোখে চোখ পড়তেই’ Logo বরুড়ায় থাইল্যান্ড প্রবাসী নিহত আনোয়ার হোসেনের পরিবারের পাশে ইউএনও Logo গোদাগাড়ীতে ভিজিএফের ৮৮ বস্তা চাউল সহ দুইজন গ্রেফতার Logo বরুড়ায় জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত Logo বুড়িচংয়ে সোলালী ব্যাংকে ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে গ্রাহককের টাকা ছিনতাই Logo কবরস্থানের মালিকানা নিয়ে দ্বন্দে চাচাতো ভাইয়ের ঘুষিতে আ’লীগ নেতার মৃত্যু Logo বরুড়ায় বন কর্মকর্তার যোগসাজশে কাটা হচ্ছে রামমোহন হরিপুর সড়কের গাছ Logo ঈদে ১০ নাটক নিয়ে নির্মাতা এস.আই.সোহেল Logo রাঙ্গামাটিতে যৌথ উদ্যোগে ঈদ উপহার বিতরণ Logo চলচ্চিত্রের সাথে চীন ভ্রমণ : সিয়াংইয়াং থাংছেং ফিল্ম অ্যান্ড টেলিভিশন বেস

খুলনায় ভূয়া পুলিশ গ্রেফতার

নাহিদ জামান,
খুলনা প্রতিনিধিঃ

খুলনা জেলার পুলিশ সুপার মোঃ সাঈদুর রহমান পিপিএম-সেবার সার্বিক দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে রূপসা থানা এলাকা থেকে ভূয়া পুলিশ ইন্সপেক্টর অনিল কুমার বিশ্বাস (৪০) গ্রেফতার করেছে।
সে চুয়াডাঙ্গা জেলার সদর থানার হিজলগাতি গ্রামের মৃত নবীন কুমার বিশ্বাস এর ছেলে।
বর্তমান বাগেরহাট জেলার ফকিরহাট থানার লকপুর এলাকায় বসবাস করে।

মামলা সূত্রে জানা যায়, এসআই (নিঃ) আল আমিন সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনাকালে রূপসা ব্রীজ টোল প্লাজা সংলগ্ন উত্তর পাশের ফুটপথ-এ অবস্থান কালে রাস্তার উপর থেকে ১৯ অক্টোবর রাত্র ১১.১০ মিনিটে সময় অনিল কুমার বিশ্বাসকে আটক করা হয়। এসময় তাকে তল্লশি করে একটি ফেইক পুলিশ আইডি কার্ড, ফেইক পুলিশ ভিজিটিং কার্ড, একটি vivo Y02A এ্যাড্রয়েড মোবাইল ফোন, বাংলাদেশ পুলিশ বিভাগের সাপ্লাইকৃত একটি পিঠ ব্যাগ, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর র্যাং ক-ব্যাজ সম্বলিত মেট্রোপলিটন পুলিশের এক সেট পুলিশ ইউনিফর্ম; বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ মনোগ্রাম সম্বলিত একটি পি-ক্যাপ, বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ মনোগ্রাম সম্বলিত গ্রে-কালারের একটি কটি যাহার সামনে ও পিছনে ইংরেজিতে বড় অক্ষরে SB লেখা আছে, বাংলাদেশ পুলিশ বিভাগের সাপ্লাইকৃত একজোড়া ক্যানভাস স্যু, এক জোড়া কাল রংয়ের স্যু। এছাড়া বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর পদমর্যদার একটি পুলিশ বেল্ট, পুলিশ ইউনিফর্ম পরা একটি 3R সাইজের লেমিনিটেড ছবি, বাংলাদেশ পুলিশ ইউনিফর্ম পরা একটি ৮ ইঞ্চি×৬ ইঞ্চি সাইজের লেমিনিটেড ছবি এবং নিজ নামীয় ২টি পুলিশ ভিজিটিং কার্ড উদ্ধার করে।

এ সংক্রান্তে এসআই(নিঃ) আল আমিন বাদী হয়ে রূপসা থানায় নিয়মিত মামলা দায়ের করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কোনালের সঙ্গে বিপ্লব সাহার গান ‘তোমার চোখে চোখ পড়তেই’

SBN

SBN

খুলনায় ভূয়া পুলিশ গ্রেফতার

আপডেট সময় ০৫:৫২:২২ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩

নাহিদ জামান,
খুলনা প্রতিনিধিঃ

খুলনা জেলার পুলিশ সুপার মোঃ সাঈদুর রহমান পিপিএম-সেবার সার্বিক দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ মোঃ নাসির উদ্দিন এর নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে রূপসা থানা এলাকা থেকে ভূয়া পুলিশ ইন্সপেক্টর অনিল কুমার বিশ্বাস (৪০) গ্রেফতার করেছে।
সে চুয়াডাঙ্গা জেলার সদর থানার হিজলগাতি গ্রামের মৃত নবীন কুমার বিশ্বাস এর ছেলে।
বর্তমান বাগেরহাট জেলার ফকিরহাট থানার লকপুর এলাকায় বসবাস করে।

মামলা সূত্রে জানা যায়, এসআই (নিঃ) আল আমিন সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনাকালে রূপসা ব্রীজ টোল প্লাজা সংলগ্ন উত্তর পাশের ফুটপথ-এ অবস্থান কালে রাস্তার উপর থেকে ১৯ অক্টোবর রাত্র ১১.১০ মিনিটে সময় অনিল কুমার বিশ্বাসকে আটক করা হয়। এসময় তাকে তল্লশি করে একটি ফেইক পুলিশ আইডি কার্ড, ফেইক পুলিশ ভিজিটিং কার্ড, একটি vivo Y02A এ্যাড্রয়েড মোবাইল ফোন, বাংলাদেশ পুলিশ বিভাগের সাপ্লাইকৃত একটি পিঠ ব্যাগ, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর র্যাং ক-ব্যাজ সম্বলিত মেট্রোপলিটন পুলিশের এক সেট পুলিশ ইউনিফর্ম; বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ মনোগ্রাম সম্বলিত একটি পি-ক্যাপ, বাংলাদেশ পুলিশ স্পেশাল ব্রাঞ্চ মনোগ্রাম সম্বলিত গ্রে-কালারের একটি কটি যাহার সামনে ও পিছনে ইংরেজিতে বড় অক্ষরে SB লেখা আছে, বাংলাদেশ পুলিশ বিভাগের সাপ্লাইকৃত একজোড়া ক্যানভাস স্যু, এক জোড়া কাল রংয়ের স্যু। এছাড়া বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর পদমর্যদার একটি পুলিশ বেল্ট, পুলিশ ইউনিফর্ম পরা একটি 3R সাইজের লেমিনিটেড ছবি, বাংলাদেশ পুলিশ ইউনিফর্ম পরা একটি ৮ ইঞ্চি×৬ ইঞ্চি সাইজের লেমিনিটেড ছবি এবং নিজ নামীয় ২টি পুলিশ ভিজিটিং কার্ড উদ্ধার করে।

এ সংক্রান্তে এসআই(নিঃ) আল আমিন বাদী হয়ে রূপসা থানায় নিয়মিত মামলা দায়ের করেন।