ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

গাইবান্ধায় ১৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব‍্যাবসায়ী গ্রেফতার

মোঃ রফিকুল ইসলাম রাফিক,
গাইবান্ধা জেলা প্রতিনিধি

মঙ্গলবার ১০ অক্টোবর গাইবান্ধা সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ‍্যাডিশনাল এসপি মোঃ ইবনে মিজান জানান, সোমবার (০৯অক্টোবর) সকালে সদর উপজেলা ০৮নং বোয়ালী ইউনিয়নের নশরৎপুর (ইন্দ্রারপাড়) এলাকার সালাম মুন্সির বাড়ীর পূর্ব পার্শ্বে অটো বাইকে তল্লাশি চালিয়ে ১৯ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব‍্যাবসায়ীকে গ্রেফতার করেন সদর থানা পুলিশ।

তিনি বলেন, গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোঃ কামাল হোসেন এর দিক নির্দেশনায় বাংলাদেশ পুলিশের জাতীয় জরুরী সেবা ৯৯৯ ডিউটিতে নিয়োজিত এসআই মোঃ আব্দুর রহমান জানতে পারেন যে, ৩জন মাদক ব্যবসায়ী অটো বাইকে সুন্দরগঞ্জ থেকে বগুড়ার দিকে আসিতেছে। উক্ত সংবাদে এসআই মোঃ আব্দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গাইবান্ধা সদর থানাধীন ০৮নং বোয়ালী ইউনিয়নের নশরতপুর (ইন্দ্রার পাড়) জনৈক সালাম মুন্সির বাড়ীর পার্শে রাস্তার উপর অবস্থান করেন। দুপুর আনুমানিক ১২.০ ঘটিকায় প্রাপ্ত তথ্যমতে অটো বাইকটি থামাতে বলেন। গাড়িটি না থামিয়ে কৌশলে পালানোর চেষ্টা কালে তিনি চালকসহ অন্যান্য আসামীদের আটক করেন। এবং অটো বাইকের সিটের নিচ থেকে ১৯ (উনিশ) কেজি অবৈধ মাদকদ্রব্য শুকনা গাঁজাসহ ও আসামীদের আটক করেন।প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইবনে মিজান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) ধ্রুব জ্যোতিময় গোপ বিপিএম, অফিসার ইনচার্জ, গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ রানাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সাংবাদিকবৃন্দ। কুখ্যাত মাদক ব‍্যাবসায়ী১.মোঃ নয়ন(৪৫)কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মোছাঃ সুফিয়া বেগম ও মোঃ নুরুজ্জামানের ছেলে। ২.মোঃ হাফিজুর রহমান(৩৮) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মৃত রহিমা বেগম ও মৃত আব্দুল কাদেরের ছেলে। ৩.মোঃ জাহিদুল ইসলাম(৩৬) কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার
মোছাঃতাহমিনা বেগম ও মৃত মকবুল হোসেনের ছেলে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাইবান্ধায় ১৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব‍্যাবসায়ী গ্রেফতার

আপডেট সময় ০৬:৪৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩

মোঃ রফিকুল ইসলাম রাফিক,
গাইবান্ধা জেলা প্রতিনিধি

মঙ্গলবার ১০ অক্টোবর গাইবান্ধা সদর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ‍্যাডিশনাল এসপি মোঃ ইবনে মিজান জানান, সোমবার (০৯অক্টোবর) সকালে সদর উপজেলা ০৮নং বোয়ালী ইউনিয়নের নশরৎপুর (ইন্দ্রারপাড়) এলাকার সালাম মুন্সির বাড়ীর পূর্ব পার্শ্বে অটো বাইকে তল্লাশি চালিয়ে ১৯ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব‍্যাবসায়ীকে গ্রেফতার করেন সদর থানা পুলিশ।

তিনি বলেন, গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোঃ কামাল হোসেন এর দিক নির্দেশনায় বাংলাদেশ পুলিশের জাতীয় জরুরী সেবা ৯৯৯ ডিউটিতে নিয়োজিত এসআই মোঃ আব্দুর রহমান জানতে পারেন যে, ৩জন মাদক ব্যবসায়ী অটো বাইকে সুন্দরগঞ্জ থেকে বগুড়ার দিকে আসিতেছে। উক্ত সংবাদে এসআই মোঃ আব্দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গাইবান্ধা সদর থানাধীন ০৮নং বোয়ালী ইউনিয়নের নশরতপুর (ইন্দ্রার পাড়) জনৈক সালাম মুন্সির বাড়ীর পার্শে রাস্তার উপর অবস্থান করেন। দুপুর আনুমানিক ১২.০ ঘটিকায় প্রাপ্ত তথ্যমতে অটো বাইকটি থামাতে বলেন। গাড়িটি না থামিয়ে কৌশলে পালানোর চেষ্টা কালে তিনি চালকসহ অন্যান্য আসামীদের আটক করেন। এবং অটো বাইকের সিটের নিচ থেকে ১৯ (উনিশ) কেজি অবৈধ মাদকদ্রব্য শুকনা গাঁজাসহ ও আসামীদের আটক করেন।প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইবনে মিজান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) ধ্রুব জ্যোতিময় গোপ বিপিএম, অফিসার ইনচার্জ, গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাসুদ রানাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সাংবাদিকবৃন্দ। কুখ্যাত মাদক ব‍্যাবসায়ী১.মোঃ নয়ন(৪৫)কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মোছাঃ সুফিয়া বেগম ও মোঃ নুরুজ্জামানের ছেলে। ২.মোঃ হাফিজুর রহমান(৩৮) গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মৃত রহিমা বেগম ও মৃত আব্দুল কাদেরের ছেলে। ৩.মোঃ জাহিদুল ইসলাম(৩৬) কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার
মোছাঃতাহমিনা বেগম ও মৃত মকবুল হোসেনের ছেলে। গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।


Fatal error: Uncaught wfWAFStorageFileException: Unable to save temporary file for atomic writing. in /home/bestweb/public_html/wp-content/plugins/wordfence/vendor/wordfence/wf-waf/src/lib/storage/file.php:34 Stack trace: #0 /home/bestweb/public_html/wp-content/plugins/wordfence/vendor/wordfence/wf-waf/src/lib/storage/file.php(658): wfWAFStorageFile::atomicFilePutContents('/home/bestweb/p...', '<?php exit('Acc...') #1 [internal function]: wfWAFStorageFile->saveConfig('transient') #2 {main} thrown in /home/bestweb/public_html/wp-content/plugins/wordfence/vendor/wordfence/wf-waf/src/lib/storage/file.php on line 34