মোহাম্মাদ সোহেল, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি ও উপকরণ সংরক্ষণাগার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষে গোপালপুর উপজেলার কৃষকদের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণ করেন টাঙ্গাইল (২আসন) গোপালপুর ভূঞাপুর এর এমপি তানভীর হাসান ছোট মনির।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা বিআরডিবি মাঠ প্রাঙ্গনে কৃষকদের মাঝে ধানের বীজ ও সার বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার আসফিয়া সিরাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাসতুরা আমিনা, উপজেলা কৃষি কর্মকর্তা শামীম ইয়াসমিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল আলম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আলমনগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, মির্জাপুর ইউপি চেয়ারম্যান লাভলু মাস্টর। টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।