মোহাম্মদ সোহেল,
টাঙ্গাইল প্রতিনিধি
অনুমোদনহীনভাবে এবং অধিক দামে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রয় করায় ও প্রতিশ্রুতি সেবা যথাযথ ভাবে প্রদান না করায় ডেন্টাল কেয়ারকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৪ সেপ্টেম্বর) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার হামিদপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শিকদার শাহীনুর আলম-এর নেতৃত্বে টাঙ্গাইল জেলা পুলিশের সহযোগিতায় অভিযানে
অনুমোদনহীনভাবে এবং অধিক দামে এলপিজি সিলিন্ডার গ্যাস বিক্রয় করায় সাগর এন্টারপ্রাইজকে ৩ হাজার, হাজী ইলেকট্রনিক্স ৩ হাজার, সুমন ইলেকট্রনিক্সকে ৩ হাজার এবং প্রতিশ্রুতি সেবা যথাযথাবে প্রদান না করায় হামিদপুর ডেন্টাল কেয়ারকে ২ হাজার
মোট ১১হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার ও ব্যবসায়িদের ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শণ করতে অনুরোধ জানান এবং সচেতন করতে লিফলেট, প্যামপ্লেট বিতরণ করেন।
তিনি আরো জানান জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.