ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ওবায়দুল কাদের আমার বাসায় না এসে বিদেদেশ পালিয়েছে : মির্জা ফখরুল Logo খাগড়াছড়িতে গণপিটুনিতে যুবকের মৃত্যু Logo খাগড়াছড়িতে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দুদের সাথে সাংবাদিকদের মতবিনিময় Logo সিএমজি’র ‘রিটেন ইন দ্য স্কাই: মাই চায়না স্টোরি’ কার্যক্রম Logo দক্ষিণ চীন সাগরে উস্কানির পিছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে Logo সিলেটের গোয়াইনঘাট রাতারগুল হারাচ্ছে পর্যটন আকর্ষণ Logo কৃষি ও গ্রামীণ এলাকার উন্নয়নে চীন অনেক দেশের জন্য অনুকরণীয় Logo চীনা দ্রব্যে মার্কিন শুল্কারোপের পিছনে রাজনৈতিক অর্থ খুবই সুস্পষ্ট Logo মেধাবীরা কেন সাংবাদিকতা ছাড়ছেন Logo খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বিক্ষোভ মিছিল

টেকনাফে জুস পান করে ৬ শিশু হাসপাতালে

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে প্রাণ আমের জুস পান করে ৬ শিশু সহ ৮ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

সোমবার (৬ফেব্রুয়ারি) সকাল ৯টার সময় কক্সবাজার সদর হাসপাতালে ৬ শিশু সহ ৮জন রোগী টেকনাফ আই এম ও হাসপাতাল থেকে প্রেরণ করেন।

হাসপাতালে ভর্তি রোগী সেলিনা বলেন, রবিবার রাতে  হ্নীলার পশ্চিম সিকদার পাড়ায় তাদের বাড়িতে এক আত্মীয় বেড়াতে আসে। সাথে করে নিয়ে আসেন প্রাণ কোম্পানীর প্রাণ আমের জুস। বাড়িতে থাকা ১৮মাস বয়সী থেকে ৯বছর বয়সী শিশুদের গ্লাসে করে পান করতে দেন।
সাথে সেলিনা ও নাছিমাকেও দেন। সেলিনা জুস পান করার পর বুঝতে পারছে তার মাথা জিমাচ্ছে। সে তার বড় বোন আর ভাবীকে বলেন। বোন আর ভাবী তাকে রেস্ট করতে বললে, সে তাৎক্ষনিক পরে যান।

সেলিনা আরো বলেন, আমি মাটিতে পরে গেলে এরপর আর কিছু বলতে পারিনা। জ্ঞ্যান ফিরলে দেখি, আমি হাসপাতালে।
হাসপাতালে আরো আছে আমার বড় বোন ও ভাগনী এবং ভাতিজারা।

কক্সবাজার সদর হাসপাতালের ডাঃ আশিকুর রহমান বলেন, রোগীরা বেশি ঘুমে আচ্ছন্ন ছিলেন ও আছে। বয়স্ক দুইজনকে প্রাথমিক ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা কথা বলছে। দ্রুত সময়ে তারা সুস্থ হয়ে উঠবে। সব রোগীদের পরীক্ষা দিয়েছি, পরীক্ষার রিপোর্ট আসলে বুঝতে পারব, তারা কিসে আক্রান্ত হয়েছে।

বর্তমানে অসুস্থ ৬ শিশুসহ বাকীীরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। জুস পান করে হাসপাতালে ভর্তিকৃতরা হলো : রানিয়া, রাফিয়া,নাজমা, রামিন, নাছিমা, সেলিনা,জিসান, শাওন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওবায়দুল কাদের আমার বাসায় না এসে বিদেদেশ পালিয়েছে : মির্জা ফখরুল

SBN

SBN

টেকনাফে জুস পান করে ৬ শিশু হাসপাতালে

আপডেট সময় ০৪:৪৮:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৬ ফেব্রুয়ারী ২০২৩

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে প্রাণ আমের জুস পান করে ৬ শিশু সহ ৮ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

সোমবার (৬ফেব্রুয়ারি) সকাল ৯টার সময় কক্সবাজার সদর হাসপাতালে ৬ শিশু সহ ৮জন রোগী টেকনাফ আই এম ও হাসপাতাল থেকে প্রেরণ করেন।

হাসপাতালে ভর্তি রোগী সেলিনা বলেন, রবিবার রাতে  হ্নীলার পশ্চিম সিকদার পাড়ায় তাদের বাড়িতে এক আত্মীয় বেড়াতে আসে। সাথে করে নিয়ে আসেন প্রাণ কোম্পানীর প্রাণ আমের জুস। বাড়িতে থাকা ১৮মাস বয়সী থেকে ৯বছর বয়সী শিশুদের গ্লাসে করে পান করতে দেন।
সাথে সেলিনা ও নাছিমাকেও দেন। সেলিনা জুস পান করার পর বুঝতে পারছে তার মাথা জিমাচ্ছে। সে তার বড় বোন আর ভাবীকে বলেন। বোন আর ভাবী তাকে রেস্ট করতে বললে, সে তাৎক্ষনিক পরে যান।

সেলিনা আরো বলেন, আমি মাটিতে পরে গেলে এরপর আর কিছু বলতে পারিনা। জ্ঞ্যান ফিরলে দেখি, আমি হাসপাতালে।
হাসপাতালে আরো আছে আমার বড় বোন ও ভাগনী এবং ভাতিজারা।

কক্সবাজার সদর হাসপাতালের ডাঃ আশিকুর রহমান বলেন, রোগীরা বেশি ঘুমে আচ্ছন্ন ছিলেন ও আছে। বয়স্ক দুইজনকে প্রাথমিক ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা কথা বলছে। দ্রুত সময়ে তারা সুস্থ হয়ে উঠবে। সব রোগীদের পরীক্ষা দিয়েছি, পরীক্ষার রিপোর্ট আসলে বুঝতে পারব, তারা কিসে আক্রান্ত হয়েছে।

বর্তমানে অসুস্থ ৬ শিশুসহ বাকীীরা কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। জুস পান করে হাসপাতালে ভর্তিকৃতরা হলো : রানিয়া, রাফিয়া,নাজমা, রামিন, নাছিমা, সেলিনা,জিসান, শাওন।