তোমার সেই চাঁদবদনি হাসিটা দেখতে
বারবার ফিরে আসি, বারবার ফিরে যাই
অবুঝ শিশুটির মতো আবদার আর চাওয়াপাওয়া গুলি পাষাণীর মতো রেখে আসি তোমার মনের চৌহরদীতে,
সেঁতসেঁতে বারান্দায় অনেক স্মৃতির স্তুপে প্রাণ নিয়ে কোনো প্রত্যাশা উঁকি দিতে পারেনি আজো,
তাতে কি আসে যায়? আমিতো আশায় বুক বেঁধে আছি।
(আগরতলা ০১/০৫/২৩)