
শাহীন আলম আশিক,
সিনিয়র স্টাফ রিপোর্টার
প্রাইভেট কার এ ঢাকা থেকে কুমিল্লা যাএা পথে দাউদকান্দি ব্রিজ ও গৌরীপুর এ-র মাঝামাঝি (ঢাকা মেট্রো-ড ১১-৪৪৯০ সিরিয়াল এ-র একটি মাঝারি ট্রাক অতিক্রম করতে গেলে আচমকা ট্রাকটি উচ্চ গতিতে প্রাইভেট গাড়িটি কে ধাক্কা দিয়ে, এলোমেলো চলতে থাকে।
প্রাইভেট কারে থাকা,দৈনিক মুক্তির লড়াই,(সিনিয়র স্টাফ রিপোর্টার) শাহীন আলম আশিক জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিয়ে সহায়তা চাইলে, দাউদকান্দি হাইওয়ে পুলিশ ট্রাফিক এ-র দায়িত্বে থাকা এ এস আই কাওসার এ-র নেতৃত্বে গাড়িটি আটক করে,চালক মোঃ নিজাম উদ্দিন কে জিজ্ঞাসাবাদ করা হলে, অবৈধ পলিথিন বহনের কথা স্বিকার করে। বিষয় টি উর্ধতন কর্মকর্তাকে অবহিত করা হলে। মোঃ জিয়াউর রহমান (সহকারী কমিশনার( ভূমি)এ-র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত উদ্ধার কৃত ১৫৫ বস্তাবন্দি ৬০০০/কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করে, কুমিল্লা পরিবেশ অধিদপ্তর কে ব্যাবস্থা নিতে অবহিত করা হয়। ট্রাকচালক মোঃ নিজাম উদ্দিন ও সহকারী কে অবৈধ কাজে সহযোগিতা করবার দায়ে ৬ হাজার টাকা করে মোট বার হাজার টাকা জরিমানা করা হয়, ঢাকা মেট্রো- ড-১১-৪৪৯০ ট্রাকটি আটক করা হয়েছে।