মোহাম্মদ আজগার আলী, দিনাজপুর থেকেঃ দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং ১৪ ডিসেম্বার শহিদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ কাঞ্চন- ১ এ অনুষ্ঠিত এ সভায় জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী সভাপতিত্বে করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিচুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মেহেদী হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) দেবাশীষ চৌধুরী, সহকারি কমিশনার অনিন্দিতা রানী ভৌমিক, সাধারন শাখার উপসহকারি প্রশাসনিক কর্মকর্তা সন্দীপ কুমার বসাক। এ সময় অভ্যাগত অতিথিদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, সদর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ লোকমান হাকিম, জেলা ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আসলাম উদ্দিন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, বঙ্গবন্ধু পরিষদ ও জেলা ক্যাবের সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম, দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ আবু তৈয়ব আলী দুলাল, চেম্বাব অফ কমার্সের পরিচালক মোঃ মোসাদ্দেক হুসেন, জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, সিভিল সার্জন এ এইচ এম বোরহান-উল -ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহ নেওয়াজ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মেহেরুল ইসলাম বাদল, মুক্তিযুদ্ধ ও শহিদ স্মৃতি সংগ্রহ কমিটি, জেলা ক্যাব ও সুজনের নির্বাহী সদস্য মাসউদ রানা, মানবাধিকার ও গণমাধ্যম কর্মী মোঃ মোরসালিন ইসলাম, সদর উপজেলা ছাএলীগের আহবায়ক সমাজকর্মি মোঃ আহসানুজ্জামান চঞ্চল প্রমুখ।