
মোঃ শাহারিয়া আহমেদ সোহেল, খাগড়াছড়ি
খাগড়াছড়ির দীঘিনালায় গাঁজা সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
দীঘিনালা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার রাতে দীঘিনালা থানাধীন একনং মেরুং ইউপিস্থ বেতছড়ি পশ্চিমপাড়া কেংগড় রাস্তার মূখে পাকা রাস্তার উপর থেকে ৪০০ (চারশত) গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মুক্তার হোসেন (বাবু)(১৮) উপজেলার ৪ নং ওয়ার্ডের বাচা মেরুং গ্রামের ইউনুছ আলী ও রাবিয়া বেগমের ছেলে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দীঘিনালা থানায় মামলা করা হয়েছে।