
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী-লাহিড়ী মহাসড়কে নছিমন গাড়ী ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাজির ইসলাম নামে এক মোটরসাইকেল নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ডাক বাংলো সামনে এ সড়ক দূর্ঘটনা ঘটে। নিহত নাজির ইসলাম উপজেলার বড়বাড়ী ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
জানা যায়, আজ সকালে উপজেলার ডাক বাংলোর সামনে পাকা রাস্তায় নছিমন গাড়ীর সাথে মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে হলে গুরুত্ব আহত হয় নাজির ইসলাম। পরে তাকে আহত অবস্থায় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে রেফার্ড করেন। এসময় বালিয়াডাঙ্গী থেকে ঠাকুরগাঁও সদরে যাওয়ার পথিমধ্যে মারা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ওসি তদন্ত আব্দুল্লাহ আল মামুন শাহ্।