সৈয়দ রোকনুজ্জামান, নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা: দিনাজপুরের নবাবগঞ্জে চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল চালক আ. জলিল (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
বুধবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় নবাবগঞ্জ থানাধীন নাওভাংগা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম সুমন কুমার রায় (৪৫)। তিনি রংপুর জেলার পীরগঞ্জ থানার সমর রায়ের ছেলে। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, বিকেলে নবাবগঞ্জ উপজেলা থেকে খালাশপীর হয়ে বিরামপুর আসার পথে নবাবগঞ্জ থানাধীন নাওভাংগা ব্রিজের কাছে মোটরসাইকেল ও বাইসাইকেল দুর্ঘটনা হয়। এ সময় বাইসাইকেল চালক আ. জলিল ঘটনাস্থলে নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালক সুমন কুমার রায়কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।