
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি: লাকসামে স্থানীয় রাজনৈতিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংস্কৃতিক কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ জুন) পৌর মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম. খালিদ বলেন, নবাব ফয়জুন্নেছার বাড়ি জাদুঘর বানানো হবে। আগামী ৭ দিনের মধ্যে সম্ভাব্যতা যাচাই করা হবে। ফয়জুন্নেছার স্মৃতি ধরে রাখতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হবে।
এ সময় তিনি বলেন লাকসাম শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা ও লাকসাম পৌর এলাকার সবগুলো উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক সরঞ্জাম উপহার দেব।
মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী কে.এম. খালিদ আরও বলেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে আপনারা কেউ এলাকায়ও থাকতে পারবেন না। বিএনপি জামাত ক্ষমতায় আসলে ২০১৪ সালের মতো বাসে পেট্রোল বোমা মেরে মানুষকে পুড়িয়ে মারবে।
তাই আগামী নির্বাচনে এ আসনে তাজুল ইসলামকে জয়ী করতে হবে।
মতবিনিময় সভার পর প্রতিমন্ত্রী নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ ও নবাব ফয়জুন্নেছার বাড়ি পরিদর্শন করেন। এ সময় তাকে ফয়জুন্নেছার জীবনী সংবলিত বই উপহার দেয়া হয়। পরে তিনি কলেজ মসজিদ সংলগ্ন নবাব ফয়জুন্নেছার কবর জিয়ারত করেন।
উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ ইউনুছ ভুঁইয়া, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম হিরা, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব চন্দন কুমার দে, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কবিরুল ইসলাম খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন সাংস্কৃতিক কর্মী, স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।