কিশোরগঞ্জ কটিয়াদীর মানিক খালী চান্দ্পুর গালিকার বাগ মোহাম্মদ নূরুল ইসলাম (তুতু) কবিরাজ স্মৃতি সংসদের প্রধান কার্যালয় উদ্বোধন ও ঈদ পূর্ণ মিলনি অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা “জাকির ইবনে আব্দুল্লাহ সুমন। উপস্থিত ছিলেন মোঃ মিন্টু মিয়া, মোহাম্মদ সাইফুল মেম্বার, ৪ নং চান্দ্পুর ইউনিয়ন ৩ নং ওয়ার্ড, মোহাম্মদ দোলন মিয়া, মোঃ রাফি মিয়া, কাজী মোহাম্মদ সেলিম সহ এলাকার গন্যমান্য ব্যক্তি গন। এ সময় উপস্থিত সবাইকে সংগঠনের ব্যাচ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
উক্ত অনুস্টান পরিচালনা ও সভাপতির অনুপস্তিতি তে সভাপতি র দায়িত্ব পালন করেছেন সংগঠনের সহ-সভাপতি মিনহাছ খাঁন (রিশাদ)। এ সময় তিনি উপদেষ্টা দের কাছে সংগঠনের উন্নয়নের লক্ষে বিভিন্ন দাবী রেখেছেন। সাধারন সম্পাদক তপন কুমার সরকার (অপু) সংগঠনের বিভিন্ন দিক সকলের সামনে তুলে ধরেন। এছারা বক্তব্য রাখেন মোঃ নাজিম খান সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, সহ আরো অনেকে বক্তব্য রাখেন।