ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo চীনাদের ভোগ থেকে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি প্রাণশক্তি পাচ্ছে : সিএমজি সম্পাদকীয় Logo চীনের উন্নয়নকে বিশ্ব থেকে আলাদা করা যায় না : শেন হাই সিয়োং Logo চীন-জাপান ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সহযোগিতা যত দৃঢ় হবে উন্নয়নের ভিত্তি তত দৃঢ় হবে Logo চীন-আসিয়ান উল্লেখযোগ্য ফলাফল অর্জন করেছে : আসিয়ানের মহাসচিব কাও কিম হোর্ন Logo নিউ ইয়র্ক স্টেট সিনেটে বাংলা বর্ষবরণ: আলবেনীর উদ্দেশ্যে ছাড়ে যাবে বাস Logo বরুড়ায় ওরাই আপনজনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সুন্দরবনে ফিশিং ট্রলার গ্রউন্ডিং হয়ে আটকে পড়া সাত জেলেকে উদ্ধার Logo বিজিবি সদস্য বেলালের বাড়ীতে শোকের মাতম Logo ঠাকুরগাঁওয়ে একদিনে ৩ আত্মহত্যা Logo সাজেকে শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন বিজিবি

পানি স্বল্পতা ও শ্রমিক সংকটে ক্ষতির মুখে পাট চাষি আলতাফ

মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: পানি স্বল্পতা ও শ্রমিক সংকটে ক্ষতির মুখে পড়েছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মানিক খালি ৩ নং ওয়ার্ডের বাসিন্দা পাট চাষি মোঃ আলতাব উদ্দিন

প্রতিবারের মতোই জমিতে পাট চাষ করেন আলতাব উদ্দিন। তিনি বলেন, ২০০৩ সাল থেকে আমি এই দেও পাট ক্ষেত উৎপাদন করি। প্রতিবারই বোরো ধান ক্ষেতে পাট চাষ করি। তিন বিঘা জমি থেকে প্রতিবছরে আমার আয় হতো চল্লিশ থেকে ৪৫ হাজার টাকা। ২০২০ সালে পাটের দাম কম থাকায় এই তিন বিঘা জমি থেকে ওই বছর ১৩ হাজার ক্ষতি হয়। তাই ২০২১ সাল থেকে ভোট পাট উৎপাদন করি। এ বছর পানি কম থাকায় দুর্ভোগে পড়েছি। এছাড়া মিলছেনা হাটবাজারে কোনো শ্রমিক।

অল্প শ্রমিক বাজারে থাকায় রোজ এক হাজার টাকা করে মজুরি চাচ্ছেন, এদিকে দাম পাচ্ছে না পাটের বাজার। তাই কোনো শ্রমিক না নিয়ে একাই কেটে যাচ্ছি আমার এই তিন বিঘা জমি। ২০২২ সালে বর্ষা মৌসম বেশি পানি থাকায় স্রোতে আমার এক বিঘা জমির পাট হারিয়ে যান এবং ক্ষতি গোস্ত হয় ২৬ হাজার টাকা। তাই এই বছর পানির স্রোত দেখতে না পারায় হতাশায় পড়েছে বলে জানান এই কৃষক মোঃ আলতাফ উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশ সরকার যাতে পাটের উপর একটু নজর দেয়। আমরা কৃষক শ্রমিক প্রতিবছরে আমরা উৎপাদন করে লাভ করতে পারিনা। রায় কলার ক্রেতা মোঃ মোস্তফা মিয়া বলেন এই বছর ৪০ কেজি পাটের দাম হচ্ছে ২৬০০টাকা

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনাদের ভোগ থেকে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি প্রাণশক্তি পাচ্ছে : সিএমজি সম্পাদকীয়

SBN

SBN

পানি স্বল্পতা ও শ্রমিক সংকটে ক্ষতির মুখে পাট চাষি আলতাফ

আপডেট সময় ১২:১৩:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৯ জুলাই ২০২৩

মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ প্রতিনিধি: পানি স্বল্পতা ও শ্রমিক সংকটে ক্ষতির মুখে পড়েছেন কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মানিক খালি ৩ নং ওয়ার্ডের বাসিন্দা পাট চাষি মোঃ আলতাব উদ্দিন

প্রতিবারের মতোই জমিতে পাট চাষ করেন আলতাব উদ্দিন। তিনি বলেন, ২০০৩ সাল থেকে আমি এই দেও পাট ক্ষেত উৎপাদন করি। প্রতিবারই বোরো ধান ক্ষেতে পাট চাষ করি। তিন বিঘা জমি থেকে প্রতিবছরে আমার আয় হতো চল্লিশ থেকে ৪৫ হাজার টাকা। ২০২০ সালে পাটের দাম কম থাকায় এই তিন বিঘা জমি থেকে ওই বছর ১৩ হাজার ক্ষতি হয়। তাই ২০২১ সাল থেকে ভোট পাট উৎপাদন করি। এ বছর পানি কম থাকায় দুর্ভোগে পড়েছি। এছাড়া মিলছেনা হাটবাজারে কোনো শ্রমিক।

অল্প শ্রমিক বাজারে থাকায় রোজ এক হাজার টাকা করে মজুরি চাচ্ছেন, এদিকে দাম পাচ্ছে না পাটের বাজার। তাই কোনো শ্রমিক না নিয়ে একাই কেটে যাচ্ছি আমার এই তিন বিঘা জমি। ২০২২ সালে বর্ষা মৌসম বেশি পানি থাকায় স্রোতে আমার এক বিঘা জমির পাট হারিয়ে যান এবং ক্ষতি গোস্ত হয় ২৬ হাজার টাকা। তাই এই বছর পানির স্রোত দেখতে না পারায় হতাশায় পড়েছে বলে জানান এই কৃষক মোঃ আলতাফ উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশ সরকার যাতে পাটের উপর একটু নজর দেয়। আমরা কৃষক শ্রমিক প্রতিবছরে আমরা উৎপাদন করে লাভ করতে পারিনা। রায় কলার ক্রেতা মোঃ মোস্তফা মিয়া বলেন এই বছর ৪০ কেজি পাটের দাম হচ্ছে ২৬০০টাকা