
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
বিজয়া দশমীর সকাল থেকে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে সিঁদূর খেলা শেষে শুরু হয় দেবীদুর্গা কে বিদায় দেওয়ার পালা। পরে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে শেষ হলো হিন্দু ধর্মাবলম্বীদের পাঁচদিন ব্যাপী সবচেয়ে বড় শারদীয় দুর্গোৎসব।
মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরের পর থেকে শুরু হয় সরাইল উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিমা বিসর্জ্জনের পালা, অনেক যায়গায় বিসর্জন চলে রাত অব্দি। একে একে উপজেলার নাথপাড়া, উচালিয়াপাড়া, কর্মকার পাড়া, ঘোষপাড়া এলাকার প্রতিমাগুলো বিসর্জন দেয়া হয় ধর্ম তীর্থ এলাকার আকাশি বিলে। পরে উপজেলার বিভিন্ন এলাকার প্রতিমাগুলো সুবিধাজনক স্থানে বিসর্জন দেয়া হয়।
গত (২০ অক্টোবর) শুক্রবার ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গাপূজা। এবার দেবীদূর্গার আগমন হয় ঘোটকে চড়ে, দেবীদূর্গা বিদায় ও নিয়েছেন ঘোটকে চড়ে।
উপজেলা পূজা উদযাপন কমিটি সূত্রে জানা যায়, এ বছর সরাইলে ৪৭টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হয় শারদীয় দুর্গাপূজা। পাঁচ দিনব্যাপি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সুন্দর ভাবেই। এবার প্রতিটি পূজা মণ্ডপ ছিল সিসিটিভি ক্যামেরায় নিয়ন্ত্রিত। যদিও নবমী পূজার রাতে বৈরী আবহাওয়ার কারণে মানুষের উপস্থিতি কিছুটা ছিল কম।
বিভিন্ন পূজা মণ্ডপে আসা দর্শণার্থীরা জানায়, দেবী দুর্গার কাছে তারা এবার চেয়েছে বিশ্বের সকল মানুষের মাঝে যেন শান্তি বিরাজ করে । হিংসা বিদ্বেষ ভুলে সবাই যেন একসাথে বসবাস করতে পারে।