
মো: কাওসার, রাঙ্গামাটি- প্রধানমন্ত্রী কর্তৃক সর্বজনীন পেনশন স্কিম উদ্বোধন উপলক্ষে রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
সুখে ভরবে আগামী দিন, পেনশন এখন সর্বজনীন, এই প্রতিপাদ্যে বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী কর্তৃক সর্বজনীন পেনশন স্কীম নিয়ে বিস্তারিত তুলে ধরেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।
এ সময় রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) নাসরিন সুলতানা, রাঙ্গামাটি প্রেস ক্লাব সভাপতি মো: সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারন সম্পাদক মো: আনোয়ার আল হক সহ জেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
জনস্বার্থে সরকারের নেয়া পেনশন স্কীমের বিষয়টি জনসাধারনের মাঝে তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহবান জানানো হয়।
প্রেস ব্রিফিংয়ে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।