ঢাকা ০৭:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo রাজশাহীতে পুলিশ লাইন্সের শৌচাগার থেকে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo মাঠের রাস্তায় জামাই শাশুড়ির বাঁশের বেড়া: বিপাকে দুই গ্রামের কৃষক Logo অধ্যাপক ড. তামিজী চেয়ারম্যান, অধ্যাপক ড. হামিদা সেক্রেটারি জেনারেল Logo এনসিপির লোকজন আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে : কায়কোবাদ Logo রাজশাহীতে মেয়েকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবাকে হত্যা, গ্রেপ্তার ২ Logo মুরাদনগরে মাছ কাটা নিয়ে দ্বন্দ্ব, স্ত্রীকে খুন করে থানায় স্বামী Logo খুনিদের বিচার আর দেশের সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না- ডাঃ শফিকুর রহমান Logo বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যেই এ সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা Logo সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী’র বিশ্বস্ত সহযোগী দুর্নীতিবাজ ওসি ফারুক’র খুঁটির এতো জোর? Logo স্ত্রীর নাম ব্যবহার করে শুমারির টাকা আত্মসাৎ পরিসংখ্যান কর্মকর্তার

“প্রীতিলতা” তুমিই কি প্রথম তুমিই কি শেষ

“প্রীতিলতা” তুমিই কি প্রথম তুমিই কি শেষ
নন্দিনী লুইজা

 

ব্রিটিশ তাড়ানো জরুরী হয়ে পড়েছে বাংলার মাটিতে-
উর্বর জমিতে ফসলের পরিবর্তে চাষ হচ্ছে নীল চাষ।
নীল চাষ করতে গিয়ে ফসলি জমিতে বাবুদের হুকুম,
খাদ্যশস্য উৎপাদন বন্ধ করে বর্গাচাষী বিট্রিশের তাবেদারি।
পেটে পাথর বেঁধে কতদিন চলতে পারে চাবুকের পর চাবুক
মুখ খোলে না কেউ, নিরবে অশ্রু বিসর্জনে চোখে অন্ধকার,
এমন দুঃসময়ে প্রীতিলতার মতো বর্তমানে ভেবেছে ক’জনে
এখন আধুনিক জীবন, হাতের মুঠোয় পৃথিবী অনেক প্রাপ্তি,
একটিও জন্ম হয় না এই বাংলায় প্রীতিলতার উত্তর সুরি।

কোথায় হারিয়েছে দীপ্ত পদচারণা,আবার কেন জেগে ওঠে না,
খোলসের মধ্য থেকে বেড়িয়ে আসো নিজেকে রক্ষা কর,
দেখো না নারী কয়েক যুগ আগে তোমারি সহযাত্রী কিভাবে
শক্রকে পরাজিত করতে, দেশকে মুক্ত করতে ছদ্মবেশে,
কেন তোমাদের মধ্যে হাজার হাজার প্রীতিলতার জন্ম হন না।

তাই তো দেখি নারী তোমার মুখে পর্দা টানা তুমি ভীতু-
মেনে নিচ্ছো যত অন্যায় অত্যাচারের কালো থাবা, মুখ বন্ধ।
সেই ভালো আত্মসমর্পণ করার চেয়ে প্রীতিলতার মতো,
বীর দর্পে পটাশিয়াম সায়ানাইড নিয়ে আত্মহননের পথ
বাবা মেধাবী মেয়ের এমন পরিনতি মানতে গিয়ে পাগল,
কিন্তু জন্মদাত্রী মা যিনি গর্বে বলেছেন, মেয়ের বীরত্বের কথা।

ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগ্রামী প্রথম নারীর খবর, প্রীতিলতা ওয়াদ্দেদারের দেশ প্রীতির কথা ভুলতে বসেছে। আজকে নারীর শিক্ষা, নারীর ক্ষমতায়ন যতই উন্নয়ন দেখি
প্রীতিলতার মতো আবার কবে নারী জেগে উঠবে স্বমহিমায়
তবেই নারী বুঝবে দেশের জন্য প্রীতি, সমাজে কতটা দামি।

আপলোডকারীর তথ্য

রাজশাহীতে পুলিশ লাইন্সের শৌচাগার থেকে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার

SBN

SBN

“প্রীতিলতা” তুমিই কি প্রথম তুমিই কি শেষ

আপডেট সময় ০৭:২০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪

“প্রীতিলতা” তুমিই কি প্রথম তুমিই কি শেষ
নন্দিনী লুইজা

 

ব্রিটিশ তাড়ানো জরুরী হয়ে পড়েছে বাংলার মাটিতে-
উর্বর জমিতে ফসলের পরিবর্তে চাষ হচ্ছে নীল চাষ।
নীল চাষ করতে গিয়ে ফসলি জমিতে বাবুদের হুকুম,
খাদ্যশস্য উৎপাদন বন্ধ করে বর্গাচাষী বিট্রিশের তাবেদারি।
পেটে পাথর বেঁধে কতদিন চলতে পারে চাবুকের পর চাবুক
মুখ খোলে না কেউ, নিরবে অশ্রু বিসর্জনে চোখে অন্ধকার,
এমন দুঃসময়ে প্রীতিলতার মতো বর্তমানে ভেবেছে ক’জনে
এখন আধুনিক জীবন, হাতের মুঠোয় পৃথিবী অনেক প্রাপ্তি,
একটিও জন্ম হয় না এই বাংলায় প্রীতিলতার উত্তর সুরি।

কোথায় হারিয়েছে দীপ্ত পদচারণা,আবার কেন জেগে ওঠে না,
খোলসের মধ্য থেকে বেড়িয়ে আসো নিজেকে রক্ষা কর,
দেখো না নারী কয়েক যুগ আগে তোমারি সহযাত্রী কিভাবে
শক্রকে পরাজিত করতে, দেশকে মুক্ত করতে ছদ্মবেশে,
কেন তোমাদের মধ্যে হাজার হাজার প্রীতিলতার জন্ম হন না।

তাই তো দেখি নারী তোমার মুখে পর্দা টানা তুমি ভীতু-
মেনে নিচ্ছো যত অন্যায় অত্যাচারের কালো থাবা, মুখ বন্ধ।
সেই ভালো আত্মসমর্পণ করার চেয়ে প্রীতিলতার মতো,
বীর দর্পে পটাশিয়াম সায়ানাইড নিয়ে আত্মহননের পথ
বাবা মেধাবী মেয়ের এমন পরিনতি মানতে গিয়ে পাগল,
কিন্তু জন্মদাত্রী মা যিনি গর্বে বলেছেন, মেয়ের বীরত্বের কথা।

ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগ্রামী প্রথম নারীর খবর, প্রীতিলতা ওয়াদ্দেদারের দেশ প্রীতির কথা ভুলতে বসেছে। আজকে নারীর শিক্ষা, নারীর ক্ষমতায়ন যতই উন্নয়ন দেখি
প্রীতিলতার মতো আবার কবে নারী জেগে উঠবে স্বমহিমায়
তবেই নারী বুঝবে দেশের জন্য প্রীতি, সমাজে কতটা দামি।