ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে জাগরণী মহিলা সমবায় সমিতির নবগঠিত কমিটির পরিচিতি ও কার্যক্রমের শুভ উদ্বোধন এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ২.০০ টায় হাজীর মোড়ে জাগরণী মহিলা সমবায় সমিতির উদ্যোগে উদ্বোধন অনুষ্ঠান পৌর প্যানেল মেয়র মোঃ মামুনুর রশিদ চৌধুরীর সঞ্চালনায় এবং মোছাঃ সুফিয়া খাতুন স্মৃতির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী অ্যাড. মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন ও মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার।
এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা সমবায় অফিসার মোঃ মাজহারুল ইসলাম, উপজেলা ও পৌর আওয়ামীলীগ এবং শিবনগর ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জাগরণী মহিলা সমবায় সমিতির নবগঠিত কমিটির সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং এলাকার সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।