
মোহাম্মদ আজগার আলী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় দিনাজপুর জেলার ফুলবাড়ীতে র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল “উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়”।
সোমবার (২ জানুয়ারী) সকাল ১০টায় দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয় এবং র্যালী শেষে উপজেলা পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলাম এর সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আক্তারুজ্জমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার।
এসময় কাজিহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মানিক রতন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মেজবাউল হক, ফুলবাড়ী রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ হারুন-উর-রশীদ, সাংবাদিক মোহাম্মদ আজগার আলী ও মোঃ মোরসালিনসহ সমাজসেবা অফিসের সকল কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মুক্তির লড়াই ডেস্ক : 

























