
মোঃ শরিফুল ইসলাম রাজু
ষ্টাফ রিপোর্টার, ফেনী
ফেনীতে বিরল প্রজাতির দু`টি মুখ পোড়া হনুমান ও ১৬টি কাছিম উদ্ধার করেছে পুলিশ। এ সময় আহাদুজ্জামান রাজু (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৮ অক্টোবর) স্থানীয় বন বিভাগের সহায়তায় জেলার সদর উপজেলার কাজীরবাগ ইকোপার্কের পুকুরে কাছিমগুলোকে অবমুক্ত করা হয়। অন্যদিকে উদ্ধারকৃত হনুমান দুটিকে কক্সবাজারের চকরিয়া ডুলাহাজরা সাফারি পার্কে পাঠানোর প্রস্তুতি চলছে।
গ্রেপ্তারকৃত আহাদুজ্জামান রাজু খুলনা জেলার কতোয়ালি থানার মো. আবদুল হালিমের ছেলে।এঘটনায় তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের ৩৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অ্যাপস্) মো. শাহাদাৎ হোসেন, ফেনী মডেল থানার (তদন্ত) মো. মাহফুজুর রহমান, বন বিভাগের ফেনী সদর উপজেলার রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক, ফেনী জেলা বন্যপ্রাণী রিস্কিউ টিমের প্রধান সমন্বয়ক সায়মুন ফারাবি প্রমূখ।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহফুজুর বিষয়টি সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ অক্টোবর) রাতে পুলিশের এক আভিযানিক দল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী মডেল থানাধীন লালপুল এলাকায় অবস্থান নিয়ে (খুলনা মেট্টো ব-১১-০২০৬) সিরিয়ালের একটি গাড়ি থামিয়ে তল্লাশি চালায়।
এক পর্যায়ে গাড়ির মালামাল রাখার বাক্স থেকে খাঁচায় বন্দি দুটি মুখ পোড়া বিরল প্রজাতির হনুমান ও চটের বস্তার ভেতর লুকিয়ে রাখা বিপন্ন প্রজাতির ১৬টি সন্দি কাছিম জব্দ করে।
এ সময় বিপন্ন প্রজাতির এসব বন্য প্রাণি ক্রয় বিক্রয়ের কোনো লাইসেন্স/পারমিট দেখাতে না পারায় গাড়ির সুপার ভাইজার আহাদুজ্জামান রাজুকে গ্রেপ্তার করা হয়।
থানার ওসি (তদন্ত) মো. মাহফুজুর আরও জানান,রোববার দুপুরে বন বিভাগের সহায়তায় উদ্ধারকৃত কাছিমগুলো জেলা সদরের কাজীরবাগ ইকোপার্কে পুকুরে অবমুক্ত করা হয়েছে। হনুমান দু`টি বন বিভাগের স্থানীয় উপজেলার রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিকের নিকট হস্তান্তর করা হয়েছে।
বন বিভাগের ফেনী সদর উপজেলার রেঞ্জ কর্মকর্তা বাবুল চন্দ্র ভৌমিক জানান, ফেনীতে হনুমানের বসবাসের কোনো আবাসস্থল না থাকায় উদ্ধারকৃত হনুমান দুটিকে কক্সবাজারের চকরিয়া ডুলাহাজরা সাফারি পার্কে পাঠিয়ে দেওয়া হবে। সেখানকার বন্য প্রাণী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে এরপর বন্য প্রাণী সংরক্ষণের উপযুক্ত পরিবেশ বিদ্যমান থাকায় হনুমান দু`টিকে সেখানে অবমুক্ত করা হবে।