
ইলিয়াছ আহমদ, বরুড়া
কুমিল্লার বরুড়া উপজেলা এবারের এস,এস,সি ও দাখিল পরীক্ষায় ২৪৬ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।
এস,এস,সির ৩৫ টি হাইস্কুল থেকে ৪ হাজার ৬ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে ৩ হাজার ২ শ ৫৫ জন উর্ত্তীর্ণ হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ১৯২ জন। তারমধ্যে বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ৩৫ জন জিপিএ ৫ পেয়েছে। স্কুলে পাসের হার ৮১/২৫ পার্সেন্ট।
৩০ টি মাদরাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ গ্রহণ করেছে ১ হাজার ৮২ জন। পাস করেছে ৮ শ ৩৬ জন। জিপিএ ৫ পেয়েছে ৫৪ জন। একবাড়িয়া আলিম মাদরাসা থেকে ১০ জন জিপিএ ৫ পেয়েছে। মাদরাসা পাসের হার ৭৭/৩ পার্সেন্ট।
দুটো কারিগরি প্রতিষ্ঠান থেকে ৭৮ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে ৫১ জন পাস করেছে। কোন জিপিএ ৫ নেই। পাসের হার ৭৭/৩ পার্সেন্ট।
৩০ টি মাদরাসার মধ্যে ১০ টি মাদরাসার শিক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। স্কুল থেকে কোন প্রতিষ্ঠান শতভাগ পাশ করেনি।
নকল বিহীন পরীক্ষা হওয়ায় পাসের হার অনেকাংশে কমে গেছে। প্রশাসন এস,এস,সি ও দাখিল পরীক্ষায় খুবই সর্তকতা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। এ রকম ধারাবাহিক চায় সচেতন অভিভাবক মহল।