
বরুড়া প্রতিনিধি
কুমিল্লার বরুড়াতে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ থেকে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের গুরুত্বপূর্ণ কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে উপজেলা কৃষি অফিসের সামনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে মেলা স্থলের সামনে নির্মিত তোরনের নিচে ফিতা কেটে মেলা উদ্বোধন করেন বরুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান হামিদ লতিফ ভুঁইয়া (কামাল)।
২রা জুলাই মঙ্গলবার দুপুর বারটায় বরুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস মিলনায়তনে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নু – এমং মারমা মং।
বরুড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ জাহিদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মিনোয়ারা বেগম (প্যানেল চেয়ারম্যান), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহিবুস সালাম খাঁন, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন ভুঁইয়া, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা এসোসিয়েশনের নেতা মোহাম্মদ আলী ও রবিউল আলতাফ সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা ও কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সহ গুরুত্বপূর্ণ ব্যাক্তি বর্গ।
শোভাযাত্রা শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ এবং শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ করা হয়েছে।