
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুমিল্লা জেলা বরুড়া উপজেলার প্রায় সবগুলো খালবিল, পুকুর ও নালে পানি বেড়ে গেছে। ফলে টানা বৃষ্টির কারনে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এরই ধারাবাহিকতায় কুমিল্লা জেলা বরুড়া উপজেলা দক্ষিণ খোশবাস ইউনিয়নের মহেশপুর গ্রামে পানিতে আটকানোর ঘটনা ঘটে।
জানা যায়, মহেশপুর গ্রামবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত আবেদন করে জলাবদ্ধতা নিরসনের জন্য। আবেদনের পেক্ষাপটে উপজেলা নির্বাহী কর্মকর্তা নু এমং মারমা মং এর নেতৃত্বে আজ শনিবার (৬জুলাই) সকাল সাড়ে ১১টায় দক্ষিণ খোশবাশ ইউনিয়নের মহেশপুর গ্রামে গিয়ে স্থানীয় জনগণ সাথে নিয়ে পানি সরবরাহ পথ খোলে দিয়ে ১৫০ পরিবারকে পানিবন্দি থেকে মুক্ত করলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মহেশপুর গ্রামের ১৫০ পরিবার পানিবন্দি। পানিবন্দি অবস্থায় থাকায় কৃষি-অকৃষি, সবজি ও বিভিন্ন ফলজ গাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মানুষের গোয়ালঘর, রান্নাঘর ও বসতবাড়ি পানি আটকে যাওয়াতে ১৫০ পরিবারের বেশি মানুষ গৃহবন্দী। আজ ইউএনও সহযোগিতায় জলাবদ্ধতা থেকে মুক্তি পায় স্থানীয় জনগণরা।
স্থানীয় জনগণের সাথে প্রতিবেদক কথা বললে তারা জানান, তারা আল্লাহ কাছে নামাজ পড়ে দোয়া করবেন, খুবই কষ্টে দিন পার করছেন। ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না উপজেলা প্রশাসনকে।
এই বিষয়ে স্থানীয় মেম্বার সাহেব আলী বলেন, টানা বৃষ্টি কারনে এবং স্থানীয় কয়েকজনে সীমানা দিয়ে পানি যাওয়ার বাঁধ সৃষ্টি করার কারনে ১৫০ পরিবার পানিবন্দি ছিল। আজ মুক্তি পেল।
ওরাই আপনজন সামাজিক সংগঠন এ কাজকে সাধুবাদ জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নু এমং মারমা মং কে অভিনন্দন জানান।
উক্ত বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নু এমং মারমা মং বলেন, উপজেলা প্রশাসন সবসময় জনগণের সাথে আছে। জনগণের জন্য কাজ করে যাবেন।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ হাছানসহ স্থানীয় জনগণ।