বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি
বরুড়ায় আপন ভাতিজার হাতে চাচা খুন হওয়ার ঘটনা ঘটেছে। ৭ই আগষ্ট বুধবার আনুমানিক দুপুর একটার দিকে বরুড়া জিরো পয়েন্টে কামাল হোসেন পিতা মৃত গিয়াস উদ্দিন তার ফল দোকানে বেচা বিক্রির সময় তাঁর বড়ভাই মৃত সেলিম মিয়ার ছেলে মোঃ সাইফুল ইসলাম ও সামছু এবং তার মা কামালের দোকানে এসে বাকবিতন্ডার এক পর্যায়ে সামসুর হাতে থাকা ছুরি কামালের গলায় বসিয়ে দেয় আর ছুরি কামালের গলা ভেদ করে অপর দিকে বের হয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক কামালের পাশের এক ব্যবসায়ী বলেন কামালের দুই ভাতিজা ও তার ভাবি দোকানে এসে হুমকি ধামকি দেয়। এ পর্যায়ে সামছুর হাতে থাকা ছুরি দিয়ে গলায় আঘাত করলে কামাল মাটিতে লুটিয়ে পরে।
এ সময় সবাই চিৎকার দিয়ে এগিয়ে আসলে হত্যাকারীরা পালিয়ে যায়। উপস্থিত লোকজন আহত কামাল হোসেন কে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
কামাল হত্যার ঘটনায় কামালের ভাই মৃত সেলিম মিয়ার বাড়ি ঘেরাও করেছে।