কুমিল্লার বরুড়া উপজেলা মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ ২৩ ইং সকালে উপজেলা প্রশাসন শহীদ মিনারে পুস্প স্তবক দেন। পর্য়ায় ক্রমে বরুড়া পৌরসভা, বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয় পার্টি,ওরাই আপনজন সামাজিক সংগঠন, রক্তঋণ সহ বিভিন্ন বিদ্যালয় থেকে শহীদ মিনারে পুস্প স্তবক দেন। পরে প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর মুরালে পুস্প স্তবক দেওয়া হয়।
সকাল ৮ টা ৩০ মিনিটের সময় জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান এ এম এন মইনুল ইসলাম, পতাকা উত্তোলন শেষে সালাম গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান এ এম এন মইনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তফা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন, দুপুর ২ টার সময় মুক্তিযোদ্ধাদের সন্মাননা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা চেয়ারম্যান এ এম এন মইনুল ইসলাম, পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মেহেদী হাসান মুক্তিযোদ্ধা আবুল বাসার আবদুল ছাত্তার, আবদুল মন্নান বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তফা।
এ ছাড়া ও মসজিদ মন্দিরে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। বিকেলে ইফতারে আয়োজন করে উপজেলা প্রশাসন। স্বাধীনতা দিবস উপলক্ষে ওরাই আপনজন সামাজিক সংগঠন থেকে একজন প্রতিবন্ধী কে ১ টি হুইল চেয়ার উপহার প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তফা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি উপস্থিত থেকে হুইল চেয়ার উপহার তুলে দেন। এ সময় সংগঠনের সভাপতি মোঃ ইলিয়াছ আহমদ ও সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন তুহিন উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
বরুড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
- মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়াঃ
- আপডেট সময় ১২:৪৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ মার্চ ২০২৩
- ১৭৯ বার পড়া হয়েছে
জনপ্রিয় সংবাদ