
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়াঃ কুমিল্লার বরুড়া উপজেলা দুটো ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোন অপ্রিতীকর ঘটনা ছাড়াই নির্বাচন সন্পুর্ন হয়েছে। ভাউকসার ইউনিয়নে নৌকা প্রতিক ও শাকপুর ইউনিয়নে মোটরসাইকেল প্রতিক পাশ করেছে। ইভিএম এর মাধ্যমে দুটো ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভাউকসার ইউনিয়নে মোঃ আহমেদ জামাল মাসুদ ৪৪০২ ভেট পেয়েছেন ও শাকপুর ইউনিয়নে আবদুল খালেক মুন্সী ৪৫০৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে।
ভাউকসার ইউনিয়ন সানা উল্লাহ ঘোড়া প্রতিক ২৭২১ ভোট পেয়েছেন। শাকপুর ইউনিয়নে মোঃ দেলোয়ার হোসেন নৌকা প্রতিক ৩৩১১ আওয়ালীগ বিদ্রোহী স্বতন্ত্র সোলাইমান আনারস ৩১০০ ভোট পেয়েছেন।