
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া: কুমিল্লার বরুড়া উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তফা বরুড়ায় কর্মরত সাংবাদিকদের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেয়া ভূমিহীন গৃহহীন পরিবার কে ৪র্থ পর্যায়ে ২য় ধাপে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করেন।
৭ জুলাই উপজেলা হল রুমে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মঈন উদ্দিন, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিন উপস্থিত ছিলেন।
সর্বশেষ হালনাগাদ অনুযায়ী ৩৭৭ ট ভূমিহীন ও গৃহহীন পরিবারের পুর্ণবাসনের লক্ষ্যে প্রথম পর্যায়ে বরাদ্দকৃত ২৫ টি, ২য় পর্যায়ে ১৩৮ টি তয় পর্যায়ে ২৫৯ টি, ও চতুর্থ পর্যায়ে ৫৫ টি মোট ৩৭৭ টি ঘরের বরাদ্দ পাওয়া গেছে।
ইতিমধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ঘর নির্মাণ করে উপকার ভোগীদের কে পুর্ণবাসন করা হয়েছে।
এছাড়া চতুর্থ পর্যায়ে ২৩ টি পরিবার সহ মোট ৩৪৫ টি পরিবার কে জমিসহ গৃহ প্রদানের মাধ্যমে পুর্ণবাসনের আওতায় নিয়ে আসা হয়েছে।আগামী ৯ আগষ্ট ২৩ ইং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩২ টি গৃহের শুভ উদ্বোধন করবেন। সরকারের ক ক্যাটাগরী অনুযায়ী বরুড়া উপজেলা আর ভূমিহীন ও গৃহহীন পরিবার থাকবে না বলে ও উল্লেখ সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।
প্রেস ব্রিফিং শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তফা।