
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়াঃ
কুমিল্লার বরুড়া উপজেলা হল রুমে ৫ সেপ্টেম্বর ২৩ ইং জনপ্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা রাজনৈতিক নেতৃবৃন্দ,কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক, সূধীজন ও বিভিন্ন পেশার প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা করেন।
উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা আফরিন মুস্তফা সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু মুশফিকুর রহমান, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এ এম এন মইনুল ইসলাম এ,এস পি মারুফ হোসেন, পৌর মেয়র বকতার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার শিখা, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুল হাসান সোহেল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন,পল্লী বিদ্যুৎ ডিজিএম মোঃ জালাল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার, ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল আলম, কাউন্সিলর মোঃ শাহিনুর হোসেন, অধ্যক্ষ ইউনুছ ওয়াজেদী, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসুদ মজুমদার, পুজা উদযাপন কমিটির সভাপতি ডাঃ তপন কুমার ভৌমিক বাজার কমিটির মোঃ আকতার হোসেন, আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক মোঃ সোলেমান প্রমুখ।
জেলা প্রশাসক উপস্থিত অনেকের বক্তব্য শুনেন। প্রয়োজনীয় বক্তব্য পুনরায় উপস্থাপন করে তার ব্যখ্যা দেন তিনি। মত বিনিময় সভা শেষে বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন জেলা প্রশাসক। অনুষ্ঠানে বিভিন্ন সংগঠন থেকে জেলা প্রশাসক কে ফুল দিয়ে বরণ করা হয় এবং উপজেলা পরিষদ ও পৌরসভার পক্ষ থেকে সন্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। বিকেলে ডিমডোল গ্রামে গিয়ে জনগণের সাথে আরেকটি মত বিনিময় সভা করেন। ডিমডোল গ্রাম কে ধূমপান মুক্ত ঘোষণা করা হয়।