
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া: কুমিল্লার বরুড়া থানায় একটি পিকআপ ভ্যান দিলেন স্ট্যান্ডার্ড গ্রুপের চেয়ারম্যান মাহমুদা কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা ইন্জিনিয়ার মোঃ আতিকুর রহমান।
২৪ জুলাই ২৩ ইং কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান এর হাতে গাড়ির চাবি তুলে দেন ইন্জিনিয়ার আতিকুর রহমান এর পক্ষে স্ট্যান্ডার্ড গ্রুপের সিনিয়র ম্যার্চাইন্টাইজার কামরুজ্জামান রিমন ও গ্লোবাল ইসলামী ব্যাংক কুমিল্লা শাখার ম্যানেজার মোঃ শাহানুর আলম সমাজ কর্মী বোরহান উদ্দিন মিয়াজী। এসময় বরুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন উপস্থিত ছিলেন।
গাড়িটি বরুড়া থানায় এনে ছোট পরিসরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন, গ্লোবাল ইসলামী ব্যাংক শাখা কুমিল্লার ম্যানেজার মোঃ শাহানুর আলম, স্ট্যান্ডার্ড গ্রুপের ম্যাচেন্টাইজার কামরুজ্জামান রিমন, বরুড়া প্রেসক্লাবে সভাপতি মোঃ আবুল হাসেম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাসুদ মজুমদার, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াছ আহমদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হক, সিনিয়র সাংবাদিক জসিম উদ্দিন খোকন, সাংবাদিক আজিজুর রহমান, মোঃ ফারুক হোসেন, শরীফ হোসেন মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।