‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্য সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।
বুধবার (৮’ই মার্চ) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রার বের করা হয়। পরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে ওয়ার্ল্ড ভিশন, উত্তরন, জাগরনী, হাঙ্গার ও ব্রাক এর সহযোগীতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতান এর সভাপতিত্বে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন আন্তর্জাতিক সাহায্য সংস্হা ওয়ার্ল্ড ভিশনের মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহজাহান আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেলা পারভিন, লাভলি লাকি বিশ্বাস, উত্তরন প্রজেক্ট অফিসার অনিমেস পাল, উপজেলা প্রেস ক্লাব সভাপতি শহিদুল ইসলাম, সম্পাদক শামিম আহসান মল্লিক, প্রচার সম্পাদক এনায়েত করিম রাজিব প্রমুখ।