
বাঘাইছড়ি (রাঙ্গামাটি) সংবাদদাতা
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার টানা চতুর্থ বার ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের বন্যা দুর্গত পরিবারের মাঝে শুকনো খাবার ও খিচুড়ি বিতরণ করেছে উপজেলা প্রশাসন ও বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন।
উপজেলা প্রশাসনের তথ্যমতে ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৩০ টি গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে এতে প্রায় ৩ হাজার পরিবার ও ১০ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার জানান উপজেলায় ৫৫ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে ইতোমধ্যে ২৭ টি আশ্রয় কেন্দ্রে প্রায় ২০০০ মানুষ আশ্রয় গ্রহন করেছে। জেলা প্রশাসকের কার্যালয় থেকে বন্যাদুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণের উদ্যোগে বরাদ্দ দেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, পৌর বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন বাবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল আলম,পৌর যুবদলের সদস্য সচিব ও উপজেলা বিএনপি যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক, বিএনপির নেতা সেলিম জাবেদ, উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি নুর উদ্দিন রাজু সহ বিভিন্ন সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা।