
বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২১ শে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বাঘাইছড়ি উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সকাল ১০.০০ ঘটিকায় উপজেলা মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ২৯৯ আসনের রাঙ্গামাটি জেলার সংসদ সদস্য জনাব দীপঙ্কর তালুকদার, উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বৃষকেতু চাকমা, বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন, উপজেলা নির্বাহী অফিসার রোমানা আক্তার, উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির উদ্দিন, ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা ও ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বাঘাইছড়ি সাবেক পৌর মেয়র জাফর আলী খান,উপজেলা আওয়ামী লীগের নেতা ও নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, হেডম্যান, পৌর কাউন্সিলর, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক উপস্থিত ছিলেন।
এরপর চারটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে মধ্যে আর্থিক অনুদান প্রদান করেন, মাহিল্যা উচ্চ বিদ্যালয়, উগলচড়ি উচ্চ বিদ্যালয়, বটতলী উচ্চ বিদ্যালয়, মেদিনীপুর উচ্চ বিদ্যালয়, বন্যায় যে সকল এলাকায় মৃত্যুবরণ করেছেন তাদের পরিবারের আর্থিক অনুদান প্রদান করেন।