
আলম সামস্বা, ঙ্গরাবাজার থানা প্রতিনিধিঃ কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নানের দিক নির্দেশনায়, বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ রিয়াজ উদ্দিন চৌধুরীর এর নেতৃত্বে এসআই হৃদয় পাল সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানাধীন ০৬নং বাঙ্গরা (পূর্ব) ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের দৌলতপুর সাকিনস্থ নজরুল গেইট সংলগ্ন আলাউদ্দিনের চা-দোকানের সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেক পোষ্ট করে ৫০ (পঞ্চাশ) বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল সহ মোঃ রানা খাঁন (৩৫) (বাকপ্রতিবন্ধী নামে ০১(এক) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। আসামী মোঃ রানা খাঁন (৩৫) (বাকপ্রতিবন্ধী ব্রাহ্মনবাড়িয়া জেলার ব্রাহ্মনবাড়িয়া সদর থানার ফুলবাড়িয়া, ০৩নং ওয়ার্ড, রামাদীঘির মোঃ রফিকুল ইসলাম খাঁনের ছেলে।
এ সময় ০১(এক) টি লাল-কালো রংয়ের নাম্বার বিহীন পুরাতন ১৫০ সিসি পালসার মোটরসাইকেল ও তাহার ব্যবহৃত একটি আইফোন মোবাইল ফোন সেট জব্দ তালিকা মূলে জব্দ করেন। আসামী মোঃ রানা খাঁন (৩৫) (বাকপ্রতিবন্ধী) এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারণি ১৪ (খ)/৩৮ একটি মামলা রুজু করা হয়।মামলাটি এসআই মোঃ আব্দুল আজিজ এর নিকট তদন্তভার অর্পন করা হয়।