
ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা লায়ন জিিএম ফারুকী নাদিমের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ।
বুধবার রাতে লায়ন নাদিমের মিরপুরস্থ নিজ বাসভবনে এ তল্লাশি চালায় পুলিশ।
জানা যায়- বুধবার রাত আনুমানিক ৮ঘটিকার সময় লায়ন নাদিমের ১১/এ, ২/৪০ নম্বরের বাসায় দুই ঘন্টা ধরে পুলিশ তল্লাশি চালায় বলে আলোকিত ঢাকা’কে জানিয়েছেন লায়ন নাদিমের ব্যাক্তিগত কর্মকর্তা সিহাব উদ্দিন।
তিনি জানান, তল্লাশির সময় লায়ন নাদিমকে কে না পেয়ে তার পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করেন আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা।
এদিকে এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।