ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫, ১১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ৬ কর্মী গ্রেফতার Logo ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে গাজাকেও অন্তর্ভুক্ত করার দাবি Logo জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধের স্মৃতি লালন করতে হবে Logo ইরানের পারমাণবিক স্থাপনার ওপর যুক্তরাষ্ট্রের হামলা জাতিসংঘ সনদের লঙ্ঘন Logo ব্রিটেন ও চীনের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ : ব্রিটিশ সাবেক প্রধানমন্ত্রী ব্লেয়ার Logo আমাদের অলিম্পিকের মূল্য ও চালিকাশক্তি বজায় রাখতে হবে : কাস্ট্রি কভেন্ট্রি Logo বিএনপি নেতাকর্মীদের ওপর নির্যাতনের অভিযোগে খুলনায় পুলিশ কর্মকর্তাকে মারধর Logo শাহরাস্তি উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ঢাকায় ডিবির হাতে আটক Logo ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ Logo ‘নির্বাচনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা’

বিপৎসীমার উপরে তিস্তা-ধরলার পানি, বন্দি লাখো মানুষ

লালমনিরহাট প্রতিনিধি: উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে তিস্তাপাড়। পানবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। গৃহপালিত পশু নিয়ে বানিভাসী মানুষ আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। কিন্তু দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানি সংকট।

এদিকে ধরলার পানি বৃদ্ধি পেয়ে শিমুলবাড়ি পয়েন্টে বিপৎসীমার ২২ সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়ে প্লাবিত হয়েছে ধরলাপাড়। এতে দুশ্চিন্তায় পড়েছেন কয়েক হাজার মানুষ। দ্রুত শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট চায় বানভাসী লোকজন।

স্থানীয়রা বলছেন, নিম্নাঞ্চলে হুহু করে পানি প্রবেশ করছে। স্থায়ী বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানির চাপে ডালিয়া ব্যারেজের ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। সকাল ৬টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ৫৫ সেন্টিমিটার। যা বিপদসীমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার পাটগ্রাম, হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে তিস্তার দুই পাড়।
জানা গেছে, পশুপাখি নিয়ে বন্যার্তরা উঁচু স্থানে অবস্থান নিয়েছেন। অনেকেই উঁচু স্থানে চুলা বানিয়ে রান্নার কাজ সারছেন। নলকুপ ও টয়লেটে পানি উঠায় বিশুদ্ধ পানি সংকট ও স্যানিটেশন সমস্যায় পড়ছেন তারা।

গোবর্ধন এলাকার আলেমা বেগম জানান, বাড়িতে বুক পরিমাণ পানি। আশপাশের সব ডুবে গেছে। রাতে রুটি খেয়ে আছি। সকাল থেকে পেটে কিছু পড়েনি। ক্ষুদায় চো চো করছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, ডালিয়া পানি বিপৎসীমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় লোকালয়ে পানি প্রবেশ করছে। আমরা খোঁজখবর রাখছি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগের ৬ কর্মী গ্রেফতার

SBN

SBN

বিপৎসীমার উপরে তিস্তা-ধরলার পানি, বন্দি লাখো মানুষ

আপডেট সময় ১২:১৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০২৩

লালমনিরহাট প্রতিনিধি: উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে প্লাবিত হয়েছে তিস্তাপাড়। পানবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। গৃহপালিত পশু নিয়ে বানিভাসী মানুষ আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে। কিন্তু দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানি সংকট।

এদিকে ধরলার পানি বৃদ্ধি পেয়ে শিমুলবাড়ি পয়েন্টে বিপৎসীমার ২২ সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়ে প্লাবিত হয়েছে ধরলাপাড়। এতে দুশ্চিন্তায় পড়েছেন কয়েক হাজার মানুষ। দ্রুত শুকনো খাবার ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট চায় বানভাসী লোকজন।

স্থানীয়রা বলছেন, নিম্নাঞ্চলে হুহু করে পানি প্রবেশ করছে। স্থায়ী বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানির চাপে ডালিয়া ব্যারেজের ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। সকাল ৬টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ৫৫ সেন্টিমিটার। যা বিপদসীমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার পাটগ্রাম, হাতিবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় পানি প্রবেশ করে প্লাবিত হয়েছে তিস্তার দুই পাড়।
জানা গেছে, পশুপাখি নিয়ে বন্যার্তরা উঁচু স্থানে অবস্থান নিয়েছেন। অনেকেই উঁচু স্থানে চুলা বানিয়ে রান্নার কাজ সারছেন। নলকুপ ও টয়লেটে পানি উঠায় বিশুদ্ধ পানি সংকট ও স্যানিটেশন সমস্যায় পড়ছেন তারা।

গোবর্ধন এলাকার আলেমা বেগম জানান, বাড়িতে বুক পরিমাণ পানি। আশপাশের সব ডুবে গেছে। রাতে রুটি খেয়ে আছি। সকাল থেকে পেটে কিছু পড়েনি। ক্ষুদায় চো চো করছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, ডালিয়া পানি বিপৎসীমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় লোকালয়ে পানি প্রবেশ করছে। আমরা খোঁজখবর রাখছি।