ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বরুড়ার সাবেক এমপি নজরুলের দুর্নীতি অনুসন্ধানে দুদক Logo যাত্রীবেশে সিএনজি অটোরিকশা ভাড়া নেয় চোর চক্র Logo ওবায়দুল কাদের আমার বাসায় না এসে বিদেদেশ পালিয়েছে : মির্জা ফখরুল Logo খাগড়াছড়িতে গণপিটুনিতে যুবকের মৃত্যু Logo খাগড়াছড়িতে ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দুদের সাথে সাংবাদিকদের মতবিনিময় Logo সিএমজি’র ‘রিটেন ইন দ্য স্কাই: মাই চায়না স্টোরি’ কার্যক্রম Logo দক্ষিণ চীন সাগরে উস্কানির পিছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা রয়েছে Logo সিলেটের গোয়াইনঘাট রাতারগুল হারাচ্ছে পর্যটন আকর্ষণ Logo কৃষি ও গ্রামীণ এলাকার উন্নয়নে চীন অনেক দেশের জন্য অনুকরণীয় Logo চীনা দ্রব্যে মার্কিন শুল্কারোপের পিছনে রাজনৈতিক অর্থ খুবই সুস্পষ্ট

ভূঞাপুরে রাতের আধারে তৈরি হচ্ছে নকল রতন জর্দা

মোহাম্মাদ সোহেল, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে চলছে নকল জর্দার তৈরি ও বাজারজাত করণের রমরমা ব্যবসা। এমনিতে ভূঞাপুরে খাদ্য, প্রসাধনী ও নিত্য প্রয়োজনীয় পণ্যের নকল ও ভেজাল কোনভাবে নিয়ন্ত্রন করা যাচ্ছেনা। মাঝে মাঝে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা ও জরিমনা করলেও কোনভাবেই থামছে না নকল বা ভেজাল তৈরির কারখানা। ভেজাল ও হুবহু নকল ব্যবসার প্রসার টাঙ্গাইলের ভূঞাপুরের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ছে। স্থানীয় প্রশাসনকে ফাঁকি দিযে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে প্রচুর রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

সরেজমিনে এরকম একটি নকল জর্দার কারখানার সন্ধান পাওয়া গেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের যমুনার বেড়িবাধ সংলগ্ন কুকাদাইর গ্রামে। এ গ্রামের একটি বাড়িতে গিয়ে দেখা যায়, দেশের নামকরা রতন জর্দার পণ্যের নাম দিয়ে কারখানায় দেদারছে তৈরি করা হচ্ছে। তামাক পাতার সঙ্গে ক্যামিক্যাল মিশ্রিত সুগন্ধি দিয়ে জর্দা তৈরি করা হচ্ছে। নোংরা পরিবেশে তৈরি করা জর্দা সেখান থেকে বিক্রি হচ্ছে ভূঞাপুর উপজেলার বিভিন্ন মুদির দোকানগুলোতে ও হাটবাজারে। দেশের স্বানামধন্য রতন ব্র্যান্ডের সাথে হুবহু মিল রেখে হাজার হাজার কৌটা জর্দা তৈরি ও বিক্রি করা হচ্ছে ওই বাড়ি থেকে। নকল ওই জর্দা তৈরির মালিক মোহাম্মদ নিজে ও তার পরিবারের সদস্যদের নিয়ে নকল জর্দা তৈরি করছেন। দিনের বেলায় কারখানা বন্ধ রাখেন রাত ১০ টার পর থেকে নকল জর্দা তৈরি করেন। সেই সময় বাড়ীর দুই দিকে প্রবেশের দুইটি গেটে তালা দিয়ে রাখেন। বাড়ীর বাহিরে দুই একজন পাহাড়াদার রাখে। অপরিচিত লোকজনের উপস্থিতি টের পেলে খুব দ্রুত খাটের নিচ লুকিয়ে রাখে। সরেজমিনে ওই বাড়িতে গিয়ে দেখা যায় মোহাম্মদ, তার দুই ছেলে ও স্ত্রী নকল জর্দা তৈরির কাজ করতে। সাংবাদিক পরিচয় জানার পর তালা খুলে ভিতরে নিয়ে বিভিন্ন বিষয়ে তর্ক জুড়ে দেন। জর্দা তৈরির বৈধ কাগজপত্র আছে কিনা জানতে চাইলে মোহাম্মদ বলেন আপনারা তো প্রশাসনের কেউনা,রাত করে কেন আসলেন, কে পাঠালো আপনাদেরকে, এরকম উল্টো নানা প্রশ্ন । তবে এলাকায় আশেপাশের অন্যান্য বাড়ীর লোকজন জানান তিনি গোবিন্দাসীর ভালকুটিয়ার মটর বিড়ির শ্রমিক হিসাবে কাজ করতেন। সেখান থেকে এসে সে নকল জর্দার ফ্যাক্টরি খোলেন।

এ বিষয়ে জানতে চাইলে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলাল হোসেন জানান, এ বিষয়ে আমি অবগত হয়েছি। খুব তাড়াতাড়ি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় সংবাদ

বরুড়ার সাবেক এমপি নজরুলের দুর্নীতি অনুসন্ধানে দুদক

SBN

SBN

ভূঞাপুরে রাতের আধারে তৈরি হচ্ছে নকল রতন জর্দা

আপডেট সময় ০৪:১৮:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩

মোহাম্মাদ সোহেল, টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে চলছে নকল জর্দার তৈরি ও বাজারজাত করণের রমরমা ব্যবসা। এমনিতে ভূঞাপুরে খাদ্য, প্রসাধনী ও নিত্য প্রয়োজনীয় পণ্যের নকল ও ভেজাল কোনভাবে নিয়ন্ত্রন করা যাচ্ছেনা। মাঝে মাঝে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা ও জরিমনা করলেও কোনভাবেই থামছে না নকল বা ভেজাল তৈরির কারখানা। ভেজাল ও হুবহু নকল ব্যবসার প্রসার টাঙ্গাইলের ভূঞাপুরের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ছে। স্থানীয় প্রশাসনকে ফাঁকি দিযে এ ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে প্রচুর রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

সরেজমিনে এরকম একটি নকল জর্দার কারখানার সন্ধান পাওয়া গেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের যমুনার বেড়িবাধ সংলগ্ন কুকাদাইর গ্রামে। এ গ্রামের একটি বাড়িতে গিয়ে দেখা যায়, দেশের নামকরা রতন জর্দার পণ্যের নাম দিয়ে কারখানায় দেদারছে তৈরি করা হচ্ছে। তামাক পাতার সঙ্গে ক্যামিক্যাল মিশ্রিত সুগন্ধি দিয়ে জর্দা তৈরি করা হচ্ছে। নোংরা পরিবেশে তৈরি করা জর্দা সেখান থেকে বিক্রি হচ্ছে ভূঞাপুর উপজেলার বিভিন্ন মুদির দোকানগুলোতে ও হাটবাজারে। দেশের স্বানামধন্য রতন ব্র্যান্ডের সাথে হুবহু মিল রেখে হাজার হাজার কৌটা জর্দা তৈরি ও বিক্রি করা হচ্ছে ওই বাড়ি থেকে। নকল ওই জর্দা তৈরির মালিক মোহাম্মদ নিজে ও তার পরিবারের সদস্যদের নিয়ে নকল জর্দা তৈরি করছেন। দিনের বেলায় কারখানা বন্ধ রাখেন রাত ১০ টার পর থেকে নকল জর্দা তৈরি করেন। সেই সময় বাড়ীর দুই দিকে প্রবেশের দুইটি গেটে তালা দিয়ে রাখেন। বাড়ীর বাহিরে দুই একজন পাহাড়াদার রাখে। অপরিচিত লোকজনের উপস্থিতি টের পেলে খুব দ্রুত খাটের নিচ লুকিয়ে রাখে। সরেজমিনে ওই বাড়িতে গিয়ে দেখা যায় মোহাম্মদ, তার দুই ছেলে ও স্ত্রী নকল জর্দা তৈরির কাজ করতে। সাংবাদিক পরিচয় জানার পর তালা খুলে ভিতরে নিয়ে বিভিন্ন বিষয়ে তর্ক জুড়ে দেন। জর্দা তৈরির বৈধ কাগজপত্র আছে কিনা জানতে চাইলে মোহাম্মদ বলেন আপনারা তো প্রশাসনের কেউনা,রাত করে কেন আসলেন, কে পাঠালো আপনাদেরকে, এরকম উল্টো নানা প্রশ্ন । তবে এলাকায় আশেপাশের অন্যান্য বাড়ীর লোকজন জানান তিনি গোবিন্দাসীর ভালকুটিয়ার মটর বিড়ির শ্রমিক হিসাবে কাজ করতেন। সেখান থেকে এসে সে নকল জর্দার ফ্যাক্টরি খোলেন।

এ বিষয়ে জানতে চাইলে ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলাল হোসেন জানান, এ বিষয়ে আমি অবগত হয়েছি। খুব তাড়াতাড়ি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।