রবিবার ২৬শে মার্চ টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা প্রশাসন আয়োজিত ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৩ উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলাল হোসেনের সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামের মঞ্চ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন (টাংগাইল ২) আসন ভূঞাপুর গোপালপুর এর সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান নার্গিস আক্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি,আরো উপস্থিত থাকেন বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী বীর মুক্তিযোদ্ধা ও গোবিন্দাসী ইউপি সাবেক চেয়ারম্যান ইকরাম উদ্দিন তারা মৃধা এবং অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ।