ঢাকা ০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘাইছড়িতে বন্যার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আশিকার মানবিক সহায়তা Logo সাংবাদিক সোহাগ আরেফিন এর মান ক্ষুন্ন করার অপচেষ্টা : বিএমইউজে’র নিন্দা ও প্রতিবাদ Logo ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে ট্রাক চাপায় স্বামীর মৃত্যু, স্ত্রী আহত Logo নালিতাবাড়ী সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ Logo মোংলায় স্বাস্থ্য সহকারীদের ৬দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালিত Logo কচুয়ায় শিক্ষার্থী হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন Logo শাহরাস্তিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৪ Logo লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আবারো ৭ জনকে পুশ-ইন করেছে বিএসএফ Logo বরুড়ায় হেলথ এসিসট্যান্ট এসোসিয়েশন এর অবস্থান ধর্মঘট পালিত Logo সড়ক দুর্ঘটনায় লাখে প্রায় ১৯ জন নিহত হয়

ভৈরব ও কুলিয়ারচরে বজ্রপাতে তিনজনের মৃত্যু

মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচরে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) বিকালে ঝড়বৃষ্টির আগে আলাদা স্থানে বজ্রাঘাতে আহত হয়ে হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহতরা হলেন ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের ফারুক মিয়া (৬০), শ্রীনগরের ফয়সাল মিয়া (২৮) এবং কুলিয়ারচর উপজেলার হাজরি নগর এলাকার কবির মিয়া (২৫)। তিনজনের মরদেহ ই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ওম্মে হাবীবা জুই বলেন, “তিনজনকে হাসপাতালে আনার আগেই তারা মারা যান। আমরা প্রাথমিক পরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করি।”

নিহত ফারুক মিয়ার ভাতিজা খোকন মিয়া জানান, “চাচা জমিতে কাজ শেষে বিকাল সাড়ে তিনটার দিকে বাড়ি ফিরছিলেন। এসময় বজ্রপাতে তিনি আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।” কৃষিনির্ভর ফারুক মিয়ার পরিবারে চার ছেলে ও এক মেয়ে রয়েছে।

অন্যদিকে, নিহত কবির মিয়ার ফুফাতো ভাই ডা. এমাদ সরকার জানান, “কবির বিকালে মাঠ থেকে ধানের খড় আনতে গিয়ে বজ্রপাতে আহত হয়। ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” চলতি বছরে কবির ভৈরব হাজী আসমত কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। ছয় ভাই ও এক বোনের মধ্যে কবির ছিলেন পঞ্চম।

এ বিষয়ে ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব বলেন, “আজ বিকালে এলাকায় প্রচণ্ড ঝড়বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। বজ্রপাতে ভৈরব ও কুলিয়ারচরে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে পুলিশ পাঠানো হয়েছে।”

ট্যাগস
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঘাইছড়িতে বন্যার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আশিকার মানবিক সহায়তা

SBN

SBN

ভৈরব ও কুলিয়ারচরে বজ্রপাতে তিনজনের মৃত্যু

আপডেট সময় ০৫:৪৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫

মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচরে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) বিকালে ঝড়বৃষ্টির আগে আলাদা স্থানে বজ্রাঘাতে আহত হয়ে হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

নিহতরা হলেন ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের ফারুক মিয়া (৬০), শ্রীনগরের ফয়সাল মিয়া (২৮) এবং কুলিয়ারচর উপজেলার হাজরি নগর এলাকার কবির মিয়া (২৫)। তিনজনের মরদেহ ই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ওম্মে হাবীবা জুই বলেন, “তিনজনকে হাসপাতালে আনার আগেই তারা মারা যান। আমরা প্রাথমিক পরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করি।”

নিহত ফারুক মিয়ার ভাতিজা খোকন মিয়া জানান, “চাচা জমিতে কাজ শেষে বিকাল সাড়ে তিনটার দিকে বাড়ি ফিরছিলেন। এসময় বজ্রপাতে তিনি আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।” কৃষিনির্ভর ফারুক মিয়ার পরিবারে চার ছেলে ও এক মেয়ে রয়েছে।

অন্যদিকে, নিহত কবির মিয়ার ফুফাতো ভাই ডা. এমাদ সরকার জানান, “কবির বিকালে মাঠ থেকে ধানের খড় আনতে গিয়ে বজ্রপাতে আহত হয়। ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” চলতি বছরে কবির ভৈরব হাজী আসমত কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। ছয় ভাই ও এক বোনের মধ্যে কবির ছিলেন পঞ্চম।

এ বিষয়ে ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব বলেন, “আজ বিকালে এলাকায় প্রচণ্ড ঝড়বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। বজ্রপাতে ভৈরব ও কুলিয়ারচরে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে পুলিশ পাঠানো হয়েছে।”