
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচরে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) বিকালে ঝড়বৃষ্টির আগে আলাদা স্থানে বজ্রাঘাতে আহত হয়ে হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
নিহতরা হলেন ভৈরব উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের ফারুক মিয়া (৬০), শ্রীনগরের ফয়সাল মিয়া (২৮) এবং কুলিয়ারচর উপজেলার হাজরি নগর এলাকার কবির মিয়া (২৫)। তিনজনের মরদেহ ই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ওম্মে হাবীবা জুই বলেন, “তিনজনকে হাসপাতালে আনার আগেই তারা মারা যান। আমরা প্রাথমিক পরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করি।”
নিহত ফারুক মিয়ার ভাতিজা খোকন মিয়া জানান, “চাচা জমিতে কাজ শেষে বিকাল সাড়ে তিনটার দিকে বাড়ি ফিরছিলেন। এসময় বজ্রপাতে তিনি আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।” কৃষিনির্ভর ফারুক মিয়ার পরিবারে চার ছেলে ও এক মেয়ে রয়েছে।
অন্যদিকে, নিহত কবির মিয়ার ফুফাতো ভাই ডা. এমাদ সরকার জানান, “কবির বিকালে মাঠ থেকে ধানের খড় আনতে গিয়ে বজ্রপাতে আহত হয়। ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” চলতি বছরে কবির ভৈরব হাজী আসমত কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন। ছয় ভাই ও এক বোনের মধ্যে কবির ছিলেন পঞ্চম।
এ বিষয়ে ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজমুস সাকিব বলেন, “আজ বিকালে এলাকায় প্রচণ্ড ঝড়বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। বজ্রপাতে ভৈরব ও কুলিয়ারচরে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। নিহতদের পরিবারের পাশে দাঁড়াতে পুলিশ পাঠানো হয়েছে।”