
মোঃ ওয়াহিদ, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
*কিশোরগঞ্জের ভৈরব থানা এলাকায় পৃথক অভিযানে ১৯৯ বোতল ফেন্সিডিলসহ এক মাদককারবারী কে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প।*
র্যাব-১৪, ময়মনসিংহের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম এর সার্বিক তত্ত্বাবধায়ন ও দিক নির্দেশনায় সিনিঃ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী এর নেতৃত্বে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৯ সেপ্টেম্বর ২০২৩ খ্রিঃ তারিখ কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন রেলওয়ে স্টেশন এলকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১। মোঃ বাবুল হোসেন (৪০), পিতা-মোঃ সামসু মিয়া, সাং- সাতগাঁও, থানা-বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে আটক করেন। এসময় ধৃত আসামীর দখল হতে ০১ টি মোটর সাইকেল তল্লাশি করে ১৯৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করে জব্দ করা হয়।