
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ২০টি স্বর্ণের বারসহ ২ জনকে আটক করেছে বিজিবি। (৫ মে) শুক্রবার সকাল ১০ ঘটিকায় উপজেলার কাজিবেড় ইউনিয়ের মাঠ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলো- ঝিনাইদহের জেলার মহেশপুর উপজেলার পলিয়ানপুর গ্রামের মৃত সাদির আলীর ছেলে আসানুর (৪৮) ও একই গ্রামের মৃত চয়ন মন্ডলের ছেলে নবীছদ্দি (৫৮)
মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন দুই জন ব্যক্তি স্বর্ণ পাচারের উদ্দেশ্যে এ্যামবুলেন্স যোগে সীমান্তাে শুন্য লাইনে দিয়ে সীমান্তের দিকে যাচ্ছে। সে সময় থেকে অবস্থানরত পলিয়ানপুর বিওপির একটি বিশেষ টহল দল কাজিরবেড় মাঠের ভিতর এ্যামবুলেন্স গতিরোধ করে। এ সময় দুই জনকে তল্লাশি করে খাকী রংঙের কস্টেপ দিয়ে প্যাঁচানো অবস্থায় ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার মূল্যে (এক কোটি পঁচাশি লক্ষ সাতাশি হাজার ছয়শত) টাকা আটককৃত আসামীদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে এবং স্বর্ণের বার ঝিনাইদহ টেজারী অপিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।