বিন্দু-বিন্দু শত প্রচেষ্টায় গড়া
বরুড়া নারী অধিকার ফোরাম,
‘ভাবের’ একজন সদস্য মোরা
সদ্য ফোঁটা একটি লাল গোলাপ।
মাসিক সমন্বয় সভায় মিলিত হই
নতুন নতুন কোনো একটি স্থানে,
পারিবারিক-সামাজিক-নৈতিক
সৃষ্ট কোনো সমস্যা সমাধানে।
বিল পুকুরিয়া; কানাইল গ্রামে
পারভীন ইসলামের বাড়িতে,
জাঁকজমকপূর্ণ এক সভা বসে
ফেব্রুয়ারির’২৩ তিন তারিখে।
বাল্য-বিবাহ ও যৌতুক প্রথায়
যাঁদের জীবন অতি সন্ধীক্ষণে,
দূর করতে সিদ্ধান্ত নেন সবাই
মোবাইল ফোনেরও আসক্তে।
ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় নারী ফোরাম
এগিয়ে যাচ্ছেন মহৎ উদ্যোগে,
সেলাই মেশিন উপহার দিচ্ছেন
সুস্থ ভাবে বাঁচতে উদ্যোক্তাকে!
শিশু-কিশোর-যুবক-বয়ো:বৃদ্ধা
পাবেন সদা এই ফোরামের সেবা,
নির্যাতিত পুরুষ এবং মহিলারাও-
কিন্তু,পাবেননা ভুলের ক্ষমা!
নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্যে
দৃষ্টি নন্দন হোক সবার জীবন,
ফুলে-ফলে,সাজানো আঙ্গিনায়
সুখে-শান্তিতে সদা ভরে উঠুক!