
মুখ ও দাঁতের রোগের বিশেষায়িত চিকিৎসা কেন্দ্র ক্রিসেন্ট ডেন্টাল কেয়ার।
এটি গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার ১৮ নম্বর ওয়ার্ডের তেলীপাড়া টি এন্ড টি রোডের ২৮৬ নম্বর দারোগা সুপার মার্কেটের নীচ তলা অবস্থিত।
ডাক্তার মোঃ খাইরুল আলম প্রতিদিন সকল ১০ টা থেকে দুপুর ১ টা ও বিকেল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত রোগী দেখেন। তিনি বিডিএস (ঢাকা), ওরাল এন্ড ডেন্টাল সার্জন। যার বিএমডিসি রেজিষ্ট্রেশন নম্বর ১১৪২৬। তিনি পিজিটি, ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারী হিসেবে ঢাকা মেডিকেল কলেজ এন্ড হসপিটালের সাবেক অনারারী মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।
দাও ও মুখের উন্নত চিকিৎসার জন্য আপনি ক্রিসেন্ট ডেন্টাল কেয়ারে আস্থা রাখতে পারেন।