
মনটাকে তার করাত কেটে যায়।
মরা চোখে তারার আলো।
যমুনা আজ বাবুর বাড়ি যায়।
ছোট ছেলেটা মালা বেচে ফেরে
সন্ধাবেলা। ট্রামলাইনের ধারে।
শিবমন্দিরের থালায়
কিছু খুচরো পয়সা,
শিব ঘুমায়।
যমুনার ফাঁকা-পেটে ভাতের হাঁড়ি।
যমুনা যাবে বাবুর বাড়ি।
পা বাড়ায়। মনটাকে তার করাত কেটে যায়।