
মো:কাওসার
রাঙামাটি প্রতিনিধি
বিআরটিএ রাঙামাটি সার্কেল কর্তৃক আয়োজিত পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কমর্শালা এর আয়োজন করা হয়েছে। উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: সিরাজুল ইসলাম, পরিচালক(প্রশিক্ষণ), সদর কার্যালয়, বিআরটিএ। এতে সভাপতিত্ব করেন মো: আবদুল্লাহ আল মাহমুদ, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়, রাঙামাটি পার্বত্য জেলা।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উসমান সরওয়ার আলম, সহকারী পরিচালক (ইঞ্জি:) বিআরটিএ, রাঙামাটি সার্কেল, রাঙামাটি পার্বত্য জেলা, সরওয়ার মোহাম্মদ পারভেজ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন), পুলিশ সুপারের কার্যালয়, রাঙামাটি পার্বত্য জেলা ডা: ইমরুল হাসান , মেডিকেল অফিসার, সিভিল সার্জনের কার্যালয়,রাঙামাটি পার্বত্য জেলা মো: সালাহউদ্দিন, মোটরযান পরিদর্শক, বিআরটিএ, রাঙামাটি সার্কেল, রাঙামাটি পার্বত্য জেলা।
প্রশিক্ষণে ৬৫ জন গাড়ি চালক উপস্থিত হয়ে প্রশিক্ষন গ্রহন করেন। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থী পেশাজীবি গাড়ি চালকদের মধ্যে সনদ বিতরণ করা হয়।
এতে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা -৫০ জন।
মুক্তির লড়াই ডেস্ক : 

























