
মো:কাওসার, স্টাফ রিপোর্টার, রাঙ্গামাটি: জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন উপলক্ষে রাঙামাটিতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ জুলাই) সকালে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক কার্যলয়ের সামনে থেকে দিবসটি উপলক্ষে র্যালী বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যলয়ের সমানের এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় রাঙামাটি নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, নাসরিন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শাহনেওয়াজ রাজু, জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ গণমাধ্যমকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি দক্ষ, সেবামূলক, প্রযুক্তিনির্ভর ও সময়োপযোগী কার্যকর জনপ্রশাসন গড়ে তোলার মাধ্যমেই অর্জন করা সম্ভব স্মার্ট বাংলাদেশের লক্ষ্যমাত্রা। সরকারের নির্বাহী অঙ্গের অংশ হিসেবে পাবলিক সার্ভিসে নিয়োজিত কর্মচারীরা জনগণের সেবা ও দেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এবারের দিবসের প্রতিপাদ্য, সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন।
আলোচনা সভা শেষে পাবলিক সেবা গ্রহিতাদের সেবা প্রধান করা হয়।