
রাকিবুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: রূপগঞ্জে গোলাকান্দাইল ইউনিয়ন ইসলামবাগ (কালী) দুই এলাকার সংযোগ সড়কে প্রধান বাঁধা হয়ে দাঁড়িয়েছে কয়েকটি বালুর পাইপ।
রাস্তার উপর বালুর পাইপ থাকায় স্কুলের কোমলমতি শিশুসহ এলাকাবাসীর প্রায় সহস্রাধিক মানুষ পড়ছে বিপাকে।
অভিযোগ উঠেছে মাত্র ৫০০ মিটারের এই রাস্তার উপর বালুর পাইপ বসানোর ফলে এলাকাবাসী গত ১ যুগ ধরে চলাচল করতে পারেনি। শত চেষ্টা করেও পাওয়া যায়নি রাস্তার সুফল। এলাকাবাসীর অভিযোগ বালুর পাইপের কারনে এ রাস্তায় লোক চলাচল করতে পারেন না। স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীরা জানান রাস্তায় উপর পাইপের কারনে কালী এলাকা ঘুরে স্কুলে যেতে হয়। একসময় রাস্তা সংস্কারের পর টেংরারটেক প্রাথমিক বিদ্যালয়ে ৫ শতাধিক ও এশিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ছাত্র ছাত্রী এ রাস্তা দিয়ে চলাচল করে আসছিল। রাস্তার উপর যখন পাইপ বসিয়ে বালুর ব্যবসা শুরু করে তখন থেকেই এরাস্তায় মানুষ চলাচল বন্ধ হয়ে যায়।
রাস্তার পাশের কয়েকটি পরিবারের অভিযোগ রাস্তাটি চলাচলে অযোগ্য হওয়ায় পরিবারের সদস্যদের অসহনীয় দুর্ভোগের শিকার হতে হচ্ছে। রাস্তার উপর পাইপ থাকার কারনে ইসলামবাগ এলাকার লোকজন হাসাননগর এলাকায় যেতে পারেন না।
দুর্ভোগের বিষয়ে ইউপি সদস্য মোফাজ্জল হোসেন খোকন বলেন, পাইপ থাকায় কাজ করা সম্ভব হয় না। রাস্তা পাকার জোর দাবী জানিয়েছে এলাকাবাসী।