নাহিদ জামান, খুলনা প্রতিনিধিঃ
খুলনার রূপসায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে অমল বৈরাগী (৩২) নামে এক মাদক বিক্রেতা কে ৩ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করেছে।
গ্রেফতারকৃত অমল বৈরাগী রূপসা থানার নতুনদিয়া পূর্বপাড়া গ্ৰামস্থ মৃত ভরত বৈরাগীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা এর উপ পরিচালক মোঃ মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ বদরুল হাসানের নেতৃত্বে বিভাগীয় ষ্টাফ নিয়ে ৯ সেপ্টেম্বর শনিবার বিকালে মাদকদ্রব্য উদ্ধার অভিযানে বের হয়ে ঘাটভোগ ইউনিয়নের নতুন দিয়া পূর্বপাড়া এলাকায় পৌছালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে পশ্চিম দুয়ারী ইটের দেয়াল টিনের ছাউনি যুক্ত চার কক্ষ বিশিষ্ট বসত ঘরের মধ্যে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে।
এমন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যগণ উক্ত স্থানে পৌছালে তাদের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে।
এ সময় ডি এন সি সদস্যরা অমল বৈরাগী নামে এক ব্যক্তিকে কে আটক করে। এছাড়া এজহার নামীয় ২য় আসামি শ্যামল বৈরাগী পালিয়ে যায়।
অমল বৈরাগী ও শ্যামল বৈরাগীর বসতঘর তল্লাশি করে দক্ষিণ পশ্চিম পাশের কক্ষের মধ্যে খাটের নিচ হতে ৩ কেজি গাঁজা আলামত হিসেবে জব্দ করে অমল বৈরাগীকে গ্রেফতার করা হয়।
এছাড়া এজাহারে আরো জানা যায়, উক্ত আসামিরা বিভিন্ন থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের কাছে রেখে বিক্রয় করে বলে অমল বৈরাগী প্রাথমিকভাবে স্বীকার করে।
এই বিষয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৩৬ (১)সারণির ১৯ (ক) ধারায় মামলা দায়ের করা হয়।
সম্পাদক ও প্রকাশক: কামরুজ্জামান জনি
Copyright © 2025 Muktirlorai | মুক্তির লড়াই. All rights reserved.