
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
লাকসাম-নোয়াখালী রেলপথের দৌলতগঞ্জ রেলওয়ে স্টেশনের অদুরে আন্তঃনগর উপকৃল এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার রাতে কুমিল্লার লাকসাম-নোয়াখালী রেলপথে।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাকসাম পশ্চিমগাঁও বিএন হাইস্কুলের শিক্ষক সাইফুল ইসলাম (৩২) প্রকৃতির ডাকে সাড়া দিতে লাকসাম দৌলতগঞ্জ রেলওয়ে স্টেশনের দক্ষিণে রেললাইনের পাশে বসে পড়েন। ওই সময় ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী আন্তঃনগর উপকৃল এক্সপ্রেস ট্রেনটি আসা মাত্র তিনি হতভম্ব হয়ে রেললাইনের উপর পড়ে যান এতে খন্ডবিখন্ড হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহত ওই শিক্ষকের বাড়ি লাকসাম উপজেলার পশ্চিম আউশপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত্যু সুলতান আহমেদের ছেলে। নিহতের স্বজনরা জানান, সাইফুল ইসলামের দেড় বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তিনি পশ্চিমগাঁও নওয়াব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ের গণিত বিষয়ে খন্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
লাকসাম রেলওয়ে (জিআরপি) থানার ওসি মাসুদ আলম বলেন, সোমবার রাত ৮ টার দিকে লাকসাম-নোয়াখালী রেলপথের দৌলতগঞ্জ রেলওয়ে স্টেশনের দক্ষিণে একটি রেলক্রসিংয়ের পাশে সাইফুল ইসলাম নামে এক স্কুল শিক্ষক ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিয়েছে এবং এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।