ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

লাকসামে শিশু বলৎকারের অভিযোগে এক ব্যাক্তি আটক

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার লাকসামে ১৪ বছরের শিশুকে বলৎকারের অভিযোগে মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও শিক্ষক শরিফুর রহমান খন্দকার (৬০) নামে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। ১ আগস্ট মঙ্গলবার সকালে ওই প্রতিষ্ঠাতা শিক্ষককে পুলিশ আটক করে জেলহাজতে প্রেরণ করে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা উপজেলার আজগরা ইউনিয়নের বড়বাম গ্রামের নূর মোহাম্মদ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। বিবাদী শরিফুর রহমান খন্দকার একই গ্রামের মৃ. সিদ্দিকুর রহমানের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, বিবাদী শরিফুর রহমানের প্রতিষ্ঠিত বড়বাম মদিনাতুল উলুম জামিয়া নূরানী হিফজ মাদ্রাসা গত তিন বছর ধরে ওই ছাত্র পড়ালেখা করছে। ওই সুবাদে ওই ছাত্রকে শরিফুর রহমান প্রতিদিন সন্ধ্যায় তার মোটরসাইকেলযোগে লাকসাম বাইপাস খন্দকার মার্কেটের ৪তলার নিজ রুমে নিয়ে আসে। প্রতিদিনের মতো গত ২২জুলাই সন্ধ্যায় ওই শিশুকে নিয়ে এসে তার পায়ুপথে একাধিকবার ধর্ষণ করে। বারবার ধর্ষণের শিকার হয়ে ওই শিশু বাড়িতে পালিয়ে এসে পরিবারকে ঘটনাটি অবহিত করে।
শিশুর পিতা মামলার বাদী নূর মোহাম্মদ বলেন, লম্পট, ধর্ষণকারী ও খারাপ চরিত্রের লোক শরিফুর রহমান খন্দকার দীর্ঘদিন আমার শিশু বাচ্চাকে ধর্ষণ করে আসছে। আমি আইনের মাধ্যমে তার কঠিন শাস্তি দাবী করছি।
উপ-পরিদর্শক মাকছুদুর রহমান জানান, গ্রেফতারকৃত ওই মাদ্রাসা প্রতিষ্ঠাতা শিক্ষক শরিফুর রহমান খন্দকারকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাকসামে শিশু বলৎকারের অভিযোগে এক ব্যাক্তি আটক

আপডেট সময় ০৭:৪২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার লাকসামে ১৪ বছরের শিশুকে বলৎকারের অভিযোগে মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও শিক্ষক শরিফুর রহমান খন্দকার (৬০) নামে এক ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। ১ আগস্ট মঙ্গলবার সকালে ওই প্রতিষ্ঠাতা শিক্ষককে পুলিশ আটক করে জেলহাজতে প্রেরণ করে।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পিতা উপজেলার আজগরা ইউনিয়নের বড়বাম গ্রামের নূর মোহাম্মদ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একজনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। বিবাদী শরিফুর রহমান খন্দকার একই গ্রামের মৃ. সিদ্দিকুর রহমানের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, বিবাদী শরিফুর রহমানের প্রতিষ্ঠিত বড়বাম মদিনাতুল উলুম জামিয়া নূরানী হিফজ মাদ্রাসা গত তিন বছর ধরে ওই ছাত্র পড়ালেখা করছে। ওই সুবাদে ওই ছাত্রকে শরিফুর রহমান প্রতিদিন সন্ধ্যায় তার মোটরসাইকেলযোগে লাকসাম বাইপাস খন্দকার মার্কেটের ৪তলার নিজ রুমে নিয়ে আসে। প্রতিদিনের মতো গত ২২জুলাই সন্ধ্যায় ওই শিশুকে নিয়ে এসে তার পায়ুপথে একাধিকবার ধর্ষণ করে। বারবার ধর্ষণের শিকার হয়ে ওই শিশু বাড়িতে পালিয়ে এসে পরিবারকে ঘটনাটি অবহিত করে।
শিশুর পিতা মামলার বাদী নূর মোহাম্মদ বলেন, লম্পট, ধর্ষণকারী ও খারাপ চরিত্রের লোক শরিফুর রহমান খন্দকার দীর্ঘদিন আমার শিশু বাচ্চাকে ধর্ষণ করে আসছে। আমি আইনের মাধ্যমে তার কঠিন শাস্তি দাবী করছি।
উপ-পরিদর্শক মাকছুদুর রহমান জানান, গ্রেফতারকৃত ওই মাদ্রাসা প্রতিষ্ঠাতা শিক্ষক শরিফুর রহমান খন্দকারকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


Fatal error: Uncaught wfWAFStorageFileException: Unable to save temporary file for atomic writing. in /home/bestweb/public_html/wp-content/plugins/wordfence/vendor/wordfence/wf-waf/src/lib/storage/file.php:34 Stack trace: #0 /home/bestweb/public_html/wp-content/plugins/wordfence/vendor/wordfence/wf-waf/src/lib/storage/file.php(658): wfWAFStorageFile::atomicFilePutContents('/home/bestweb/p...', '<?php exit('Acc...') #1 [internal function]: wfWAFStorageFile->saveConfig('transient') #2 {main} thrown in /home/bestweb/public_html/wp-content/plugins/wordfence/vendor/wordfence/wf-waf/src/lib/storage/file.php on line 34